----হ--য--ব--র--ল--- অনেক আগের একটি মজার ঘটনা । চট্টগ্রাম নেভি কলোনীতে থাকতে; সেটা আবার আমাদের বন্ধু শুভকে নিয়ে । মঞ্জুর ভাষায় শুভর পূরবপুরুষরা নাকি আফ্রিকার বংশধর ছিল ! সে যাই হোক । ঘটনাটা বলি, আপ্নারা শুনুন; মানে ঘটনাটা লিখি, আপ্নারা পড়ুন । কাহিনিটা 'আম্মাজান' ছবির আমলের । মান্নার অভিনয়ে ছবিটা তখন পুরা হিট আর সেই সাথে গানটাও কিম্বা গানের জন্য ছবিটা পুরা হিট আর সেই সাথে মান্নাও! গানটি ছিল অনেকটা এইরকম - '' আম্মাজান আম্মাজান, চোখের মনি আম্মাজান, বুকের খনি আম্মাজান, আম্মাজান............ আম্মাজনের আচল তলে বেহেসতেরি ছায়া রে বেহেসতেরি ছায়া বুকে আছে দয়ার সাগর, মনে বড়ই মায়া.......... পাক পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান, আম্মাজান... জন্ম দিসেন আমায়, আপনার দুগ্ধ করছি পান, আম্মাজান............" তো চান্স পেলেই শুভ গানটা গাইতো । একদিন গান গাইতে গাইতে সিড়ি দিয়ে উপরে উঠছে...... এমন সময় দোতলার দরজা খুলে এক আন্টি বের হয়েই দেখেন যে একটা দামড়া ধরনের ছেলে তার দিকে তাকিয়ে বলছে- ''......আপনার দুগ্ধ করছি পান......'' শুনেই উনি বেজায় রেগে বেয়াদ্দপ বেহায়া ছেলে-টেলে সহ ইচ্ছে মতো বকা-ঝকা করে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন !! আর এই দিকে বেচারা শুভ; প্রথমে কিছহু না বুঝলেও পরে ঘটনাটা বুঝতে পারলো !! কত সুন্দর আর বিখ্যাত একটি গান ও টাইমিং এর গণ্ডগোলে কিভাবে বিব্রতকর ঘটনার জন্ম দিতে পারে তা আমরা সবাই বুঝলাম, ঘটনাটা যখন শুনলাম ! আমরা অবশ্য মজাই পেলাম । মঞ্জু তো চান্স পাইলেই খোচাইতো - কি রে তোর আম্মাজান এর খবর কী !! এরপর থেকে ও এই গান গাওয়ার সময় ওই লাইন এর জায়গায় আসলে গুন গুন করে পার হয়ে যেতো !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।