এটা আমার রাজত্ব মা কে প্রচণ্ড মিস করছি। আমার আম্মুর জন্য এই কবিতাটা লিখেছিলাম মা দিবসে। এই মধ্য রাতে মায়ের কথা মনে পড়ছে খুব। মন চাচ্ছে এক্ষুনি গ্রামে রওনা হই।
মা,
এক শব্দে বলা যায় এমন এক ডাক।
মা,
স্নেহের পরশ বুলানো দেহে ভালবাসার আঁক।
মা,
কষ্ট আর শ্রদ্ধায় গড়া এক প্রতিমা।
মা,
ভগবানের এক সাক্ষাত উপমা।
শুরু থেকে আজও প্রতিটি মুহূর্তে
আছে জড়িয়ে, মায়ের অবদান।
দুঃখ কষ্টে কাটে দিন,
তবু যোগাতে সাহস এ মনে,
লুকিয়ে চোখের জল
সদা তার মুখ অম্লান।
জানিনা কিভাবে মা জানাব শ্রদ্ধা
তোমায় কেমন করে?
বহুদিন মা দেখিনা তোমায়
মনটা আছে মরে।
মুঠোফোনে হয় কথা নিয়মিত
তবু ভরেনা প্রান।
জীবন যুদ্ধে ক্লান্ত আমি মা,
আসছি ফিরে তোমার কোলে
জুড়াতে এ মন
করতে সব দুঃখ অবসান
শামস রাসিদ
মা দিবস, ২০১২
মিরপুর, ঢাকা।
এই কবিতা লেখার সময় মিরপুর ছিলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।