আমাদের কথা খুঁজে নিন

   

১০ জন বিএসএফ vs বাংলাদেশি পিচ্চি

ভালো হইতে পয়সা লাগে না ::: সংগ্রিহিত ::: ফেইছবুক থেকে ::: একদিন সকাল বেলা বর্ডারে কাটা তাঁরের বেড়ায় এক বোতল পানি আবিস্কার হলো। ১০ জন বিএসএফ বলছেভারতের অংশে বোতলের মুখের দিক ছিল তাই এটা আমাদের, কিন্তু ১জন বিজিবি বলছে না, বোতলের তলার অংশই মূল অংশ তাই বোতলের পানি আমাদেরই পাওনা। কিন্তু ১০ জন বিএসএফের সাথে একজন বিজিবি কিছুতেই পেরে উঠছিল না। এমন সময় একজন পিচ্চির আগমন ঘটল। পিচ্চি ঘটনা বুঝতে পেরে সমাধানে এগিয়ে আসল, জ্ঞানী জ্ঞানী একটা লুক নিয়ে বিএসএফকে জিজ্ঞেস করতে লাগল, 'এটা যে তোমাদের পানি তার প্রমান কী??সব পানিইতো দেখতে একরকম।

কিন্তু এটা যে আমাদের বাংলাদেশের পানি সেটা আমি প্রমাণ করে দিতে পারব। আমাদের বাংলাদেশের নদ-নদী, খাল-বিল, পাতাল এমনকি বৃষ্টির পানিও চিনির মত মিঠা। সুতরাং এই পানি যদি মিঠা হয় তবে আমাদের। তুমি খেয়ে পরীক্ষা কর'। তখন বিএসএফের বস বোতল হাতে নিয়ে ঢগ ঢক পানি গিলতে লাগল।

পিচ্চি তখন বিজিবিকে চোখ ইশারা দিয়া বলল..... বড় ভাই দৌড় দেন.......... বলেই পিচ্চিভৌঁ দৌড় দিল। বিজিবিও ঘটনা বুঝতে না পেরে বেকুবের মত দৌড় দিল। অনেকক্ষন উভয়ই দৌড়ানোর পর বিজিবি জিজ্ঞেস করল, ঐ তুই আমারে নিয়া আইলি ক্যান?? পিচ্চি বলতে লাগল, 'আামাগো বাড়ি ঐসামনেই, গত রাইতে এইহান দিয়া যাওয়ানের সময় মেলা পেশাব পাইছিল কিন্তু পেশাব করার জয়গা ছিল না, তাই ঐ বোতলে পেশাব কইরা মনে মনে ভাবছিলাম এই পেশাব ইন্ডিয়ায় ফালামু, তাই ইন্ডিয়ার দিকে ছুড়ে দিছিলাম, কিন্তু এইডা যে এমনে কাঁটা তাঁরের বেড়ায় ঝুইলা থাকব সেইডা বুঝবার পারি নাইক্কা। যাওগ্গা ভালই হৈছে, সালাগো আমাগোপানি খাওয়ার না কত শখ, সেই সখ আজ মিটাইয়া দিলাম'। *** এই লেখার আবিস্কারক কে জানি না।

দুঃক্ষিত আপনার অনুমতি ছারা পোস্ট করার জন্য। কিন্তু ভাই কঠিন হইছে। লাল ছালাম আপনাকে। *** আমি জানি না এই লেখা এর আগে সামু তে কেউ দিছে কিনা। রেপোস্ট হলেও দুঃক্ষিত।

*** ভাদা জাতিয় কোনো কোনো প্রানির জন্য চুলকানিমুলক হলেও দুঃক্ষিত। *** সেই সাথে কোনো কোনো ছাগুর আজাইরাই খুশি হওয়ার মত ইলিমেন্ট থাকতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।