আমাদের কথা খুঁজে নিন

   

তোর জন্যই হই বন্য।

লেখিতে এবং পড়িতে ভালবাসি। তোর জন্যই হই বন্য। কামরুজ্জামান স্বাধীন ============= তোর জন্য পাগল এই মন তোর জন্য হই আবার বন্য। তোর জন্যই দুরন্ত এই মন তোর প্রেমেই হই নীরব শান্ত। তুই যে আমার সুখের অরণ্য তোকে পেয়েই জীবন হয় অনন্য।

তোর জন্য পাগল এই মন তোর জন্য হই আবার বন্য। তুই যে আমার আদি অন্ত তুই যে দেখার শেষ সীমান্ত। তোর জন্যই ছুটি স্বপ্নের দিগন্ত তোর জন্য ছুঁই অসীম প্রান্ত। তুই যে আমার কথার বর্ণ তুই ছাড়া জীবন হয় বিবর্ণ। তোর জন্য পাগল এই মন তোর জন্য হই আবার বন্য।

তোর জন্যই ভেঙ্গে হই চূর্ণ তোর প্রেমেই হই পরিপূর্ণ। তুই ছাড়া আমি জীর্ণ শীর্ণ তোর ছোঁয়ায় হই খাঁটি স্বর্ণ। তোর অভাবে মন ভীষন বিষণ্ণ তোকে পেলেই মন শীতল শান্ত। তোর জন্য পাগল এই মন তোর জন্য হই আবার বন্য। ============== (১০-০৬-২০১৩) সময়: রাত ১টা ৪৭ মিনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।