আমাদের কথা খুঁজে নিন

   

আর নয় বাপ-দাদার ইসলাম ধর্ম

প ছোট বেলায় আরবি পড়তাম আলিফ জবর 'আ" বা জবর বা আবা। ইসলাম স্ম্পর্কে জানাটা সেই আবা পর্যায়েই রয়ে গেছে। মাঝে মাঝে মসজিদে যেতাম, মিলাদ পড়তাম, আর এদেশের কিছু ভন্ড বাতিলের ওয়াজ শুনে কান পাচাতাম। ওয়াজে যখন হুজুর যখন টান দিয়া কইতো আমেনারে................................... হুজুরের সাথে সাথে আমারো কলিজা ফাইটা যাইতো। এখন ভাবি কত বেদাতই না করেছি।

আমরা সারা জীবনে যত মাসুদ রানা বা কিশোর ক্লাসিক বা উপন্যাস পড়েছি তার ১০ ভাগের এক ভাগও যদি নিজের ধর্ম নিয়ে পড়া বা জানার চেষ্টা করতাম তাহলে আজ মুসলিমদের এই হাল হত না। আমাদের দেশে এখন আলেম নামধারী বহু দালাল ও পীর মাশয়েখে ভরে গেছে যাদের কাছ থেকে শেখার মত কিছু নাই । যাও গুটি কয়েক ভালো আলেম আছে তাদের আবার প্রচার প্রচারনা কম কারন মিডিয়াতে তাদের দেখা যায় না। ইমনি একজন শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ জসিমউদ্দিন রাহমানি। আমি সকল মুসলিম ভাই কে অনুরোধ করবো হুজুরের জুমার খুতবাগুলি শুনে দেখুন।

তারপর বিচার করুন আপনি কোন পর্যায়ের মুসলিম । নিচের ওয়েব সাইটে যান খুতবাগুলি ডাউনলোড করে শুনুন আল্লাহ রহম করবেন । ( http://www.furqanmedia.wordpress.com.) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।