আমাদের কথা খুঁজে নিন

   

নরম পাথর গাছ

পথের মাঝে ছিল প’ড়ে ছোট্ট একটা পাথর। ছিলই পড়ে অনাদরে, চারিদিকে ছিল ধুলোর সাগর। হাঁটছিল এক পথের পথিক ধাক্কা খেল জোরে- হয়তো খুবই রসিক- তুললো ধ'রে হাতের পরে মারলো ধ’রে টান। উঠলো বলে-- মর গে এবার ঘরে। একলা পাথর একাই ছিল কাটছিল তার একা।

একাই থাকে একাই বকে- রাতের সাথে একাই করে দেখা। আবার ঘরে দেখার তরে আবার এল কেউ, বেশতো ছিল ভালোই ছিল- আবার কেন ঘর ভাসিয়ে এল হঠাৎ ঢেউ ? পাথরটাকে করতে কি চায় নরম মাটির ঢেলা ! ভাবল বুঝি পাথর ভেঙে হবে নরম মাটি। হবে কত সোনার ফসল মানুষটাতো খাঁটি। বুঝলো অনেক পরে- খেলার ছলে সঙ্ সেজেছে। অনেক দামি খুবই দামি, নাম বটে লাল রঙ ! আবার কখন তুফান এল কেউ ভাবেনি কেউ ।

হয়তো এটা বন্যা হবে ছিল না আর ঢেউ। নরম পাথর নরম হল, বলতে পার কাদা। বলতে পারে প্রায় সকলেই - ‘এক্কেবারে হাঁদা’। পাথর যদি মাটিই হল কিই বা আছে দাম! নাই বা হল অনেক দামি নাই বা থাকুক দাম ! ধুলোর পাথার হতেই পারে নরম কাদার সাগর। নরম বুকে নরম মাটি নরম পরশ পাথর।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।