আমাদের কথা খুঁজে নিন

   

চোখ গেল বলে .......কান্নার ছলে................

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । সাদা আর কালোর এক অপূর্ব সমন্বয় চোখ । সাদা-কালো এই চোখ দিয়েই আমরা দেখি পৃথিবীর সব রং রস রুপ । চোখ আমাদের অব্যক্ত অনেক অনুভূতিকে ভাষায় প্রকাশ করতে পারে ।

প্রেয়সীর যে চোখ আমাদেরকে মোহিত করে শিক্ষকের সেই চোখই বড় ভয় জাগানিয়া হয়ে ধরা দেয় । চোখের লবনাক্ত জলও আমাদেরকে বিভ্রান্ত করে । আনন্দের সংবাদে চোখে আসা পানি আর দুঃখের কান্নার গঠনগত উপাদান ও বর্ণ একই । কিন্তু তা দুটি বিপরীতধর্মী অনুভূতিরই প্রকাশক । জাতিভেদে চোখের গঠন আবার ভিন্ন ভিন্ন ।

কারো চোখের মণি বড় কারোটা ছোট । চোখের বর্ণও হয় ভিন্ন ভিন্ন । নীল , কালো , সবুজ , বাদামী । কত রং এর থাকে চোখের মনি । মাতালের চোখ যেমনি লাল হয় তেমনি প্রেয়সীকে না পাওয়ার যাতনায় রাত জাগা প্রেমিকের চোখও হয় লাল ।

ঘুমের মাঝেও চোখের আচরণে ভিন্নতা । ঘুমালে কেউ থাকে চোখ বুজে আবার কেউ চোখ খুলে । কারো আবার চোখ পিটপিট করে ঘুমের ঘোরে । চোখের নাকি নিজস্ব কিছু ভাষা আছে । খুব কাছের প্রিয়জনই নাকি সেই ভাষা পড়তে পারে ।

মনোশ্চক্ষু বলে কাব্যিক মনগড়া কিছু শব্দ মানুষের শেখা বুলিতে জায়গা করে নিয়েছে । কাল্পনিক চোখ গেল পাখির বিরহ বিলাপ একাকীত্বের যাতনাকে শুধু বিষিয়েই তোলে না ভাবালুতার তন্দ্রায় আমাদেরকে ঘিরে রাখে । সবেধন নীলমণি এই চোখটাই দুঃখী অসহায় মানুষের একমাত্র অবলম্বণ । কারন সর্বংসহা এই চোখকে ভিজিয়েই সে দুর করে মনে জমে থাকা হাজারো ব্যাথা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।