আমাদের কথা খুঁজে নিন

   

এক সাদামাটা গল্পকারের নেশায় আমন্ত্রণ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই আমি এক সাদামাটা গল্পকার। গল্পের নেশায় বুঁদ হয়ে থাকি সকাল থেকে সন্ধ্যা। এমনকি গভীর রাতেও গল্পের শাখা প্রশাখার যাদুকরী শক্তি আমাকে আচ্ছন্ন করে রাখে। গল্পগুলো মাথা থেকে না নামিয়ে ঘুমাতে পারি না বলে কালো অক্ষরের সিন্দুকে তাদের বন্দী করে ফেলি। চালাই দুটোই - কি বোর্ড এবং ক্যামেরা।

যখন যেটা হাতের কাছে পাই সেটা দিয়েই গল্পকে বন্দী করি সিন্দুকে। কি বোর্ড চালাই একা আর ক্যামেরা চালাই দলবল মিলে। আমার মতো নেশাতুর মানুষদের নিয়েই আমার দলবল। আমার আশেপাশের মানুষ আমার এই রোগের কথা জানে। তারা তাই আমাকে দাওয়াই দেয়ার চেষ্টা করে।

কখনও কড়া ডোজের, কখনও হালকা ডোজের। কড়া ডোজের দাওয়াই পেলে দুর্বল হয়ে যাই। ইচ্ছে হয়, এই রোগ থেকে সেরে উঠি দ্রুত। কিন্তু হালকা ডোজের দাওয়াই আমার নেশা আরও বাড়িয়ে তোলে। গল্পকার হওযার নেশা আমার কাটে না।

সাদামাটা মানুষ বলে সাদামাটা মানুষের কথা বলি। সাদামাটা করে বলি। বিদগ্ধ পণ্ডিতের মতো করে ঠাণ্ডা মাথায় ভাবতেও পারি না, বলতেও পারি না - লেখা তো দূরের কথা। আমি তো গল্পকার - গল্প বলতে পারলেই বাচিঁ। আমার অত পাণ্ডিত্বের দরকারই বা কী ? তাই তো মাটির মানুষের মতো মাটির কাছেই পড়ে রই।

আমার মতোই নেশাতুর অনেক মানুষ আছে - যারা জন্ম থেকে আসক্ত। আসক্ত গল্প বলা রোগের। গল্পকে কালো অক্ষরের সিন্দুকে বেঁধে ফেলার ইচ্ছা প্রবল। কিন্তু কেন যেন ভাষাটা বার বার প্রতারণা করে - ধরা দেয় না। তারা আমার কাছে এসে গল্প জমা দেয়।

আমি সেই গল্পকে কালো অক্ষরের সিন্দুকে বেঁধে ফেলি। সেটা দেখে তাদের সে কি আনন্দ ! তারা ভাবতেই পারে নি, তাদের এই সাদামাটা কাহিনী থেকে নেশা ধরা কোন গল্প হতে পারে। মাদকাসক্ত যেমন নতুন নতুন নেশা খুজেঁ বেড়ায়, আমিও তেমনি নতুন নতুন গল্প খুজেঁ বেড়াই। মাদকাসক্ত যেমন নতুন নতুন সঙ্গী খুঁজে বেড়ায়, আমি তেমন নতুন নতুন সঙ্গী খুজেঁ বেড়াই। নতুন নতুন গল্পের নেশায় বুঁদ হওয়ায় অন্য রকম আনন্দ আছে ।

নতুন গল্পের ভেতরের চমক স্নায়ুগুলোকে উত্তেজিত করে, অবশ করে, মোহিত করে, তীব্র ভালো লাগায় আচ্ছন্ন করে। এ এক স্বর্গীয় অনুভূতি । তোমার কাছে কি গল্প আছে ? নেশা ধরার মতো গল্প ? আছে এমন গল্প যেটার আছে যাদুকরী চমক ? এসো, একসাথে এক দিন নেশা করি। তোমার গল্পকে বন্দী করি কালো অক্ষরের সিন্দুকে কিংবা ক্যামেরার ২৫ ফ্রেমের সিন্দুকে। তোমার ডাকের অপেক্ষায় থাকল এই সাদামাটা গল্পকার।

ডাক দেবে তো, বন্ধু ? ডাকার জন্য ০১৬৮২৩০৩৩১৯ এবং ০১৯১২৫৭৭১৮৭ নাম্বারে কল করে দেখ। বৈদ্যুতিক চিঠিও পাঠাতে পার এই ঠিকানায়। এসো, একদিন গল্পের নেশায় বুঁদ হই। গল্পকে বেধেঁ ফেলি কালো অক্ষরের সিন্দুকে। এ এক অন্য রকম অনুভূতি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।