আমাদের কথা খুঁজে নিন

   

কবি নির্মলেন্দু গুনের সাথে দেখা ও একটি কবিতা

প্রবল ঘৃনাই মানুষকে ধ্বংস করে আবার প্রবল ঘৃনাই মানুষকে বাঁচায় আজ ক্বণন শুদ্ধতম আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুন, কবি মহাদেব সাহা, কবি আসাদ চৌধুরী, কবি ভাস্কর চৌধুরী সহ আরো অনেকের সাথে দেখা হল। কবি নির্মলেন্দু গুনকে দেখে আমার কবির লেখা একটি কবিতা মনে পড়ে গেল। একদিন এক বিজ্ঞ কসাই ডেকে বলল, এই যে মশাই বলুন দেখি, পাঁঠা কেন হিন্দুরা খায় গরু কেন মুসলিমে ? আমি বললাম, সে অনেক কথা ফ্রেস করে তা লিখতে হবে কর্ণফুলির এক রিমে। কসাই শুনে মুচকি হাসে বেশ বলেছেন খাঁটি আমি কিন্তু একই ছোরায় এই দুটোকেই কাটি। কবির নাম না জানা সে কবিতাতেই তো আমাদের আজকের সাম্প্রদায়িক সমস্যার সমাধান লুকিয়ে আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।