অভিলাষী মন চন্দ্রে না হোক, জোছনায় পাক সামান্য ঠাঁই.. "হ্যালো"
"আসসালামালাইকুম...কেমন আছেন?"
"কে?"
"আমাকে আপনি চিনবেন না"
"চিনবো না?তো কল দিলেন যে?"
"আপনি আমারে চিনেন না। কিন্তু আপনারে আমি চিনি। "
"তাই নাকি?"কেম্নে চিনেন?"
"একজন মুসলমানের কাজ অন্য একজন মুসলমানকে চেনা । "
"আমি যে মুসল্মান,আপনি এইটা সিওর হইলেন কেম্নে?"
"বাংলাদেশ মুসলমান দেশ। এইখানে ৯০% মুসলমান আর ১০% হিন্দু।
ওইজন্যে বুঝলাম"
"আপনার পারসেন্টেজে ভুল আছে"
"আর তাছাড়া আমি মুসলমান তো। তাই ধরেই নিছি আমি কাউরে কল দিলে সেইটা মুসলমানের নাম্বারই হবে। "
"ও আচ্ছা...তার মানে মুসলমানরা আজাইরা কোনো নাম্বারে ফোন দিলেই সেইটা মুসলমানের নাম্বার হবে?তাইনা?"
"আচ্ছা...আপনি কি হিন্দু?একটু বলেন না"
"আপনার চিন্তাও ভুল...ধ্যান ধারণাও ভুল। "
বলে ফোন লাইন কেটে দিলাম।
পরে একটা মেসেজ আসলো,
কবে কখন কে যায় চাঁদে
কোথাও যদি যুদ্ধ বাজে,
খবরটা যায় সবার কানে।
শুধু মনের ভিতর যুদ্ধ হলে
কেউ কি জানে?
.q..
আহা..মেসেজটা বড়ই সৌন্দর্য্য......................!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।