আমাদের কথা খুঁজে নিন

   

:::::: ঈদ ও পূজা সংখ্যার ই-বুক "সৃজন" সৃষ্টিতে আপনাদের লেখা প্রয়োজন:::::

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম প্রিয় সুহৃদ, শরতের শুভ্র মেঘের শুভেচ্ছা রইলো আসছে উৎসব মুখর ঈদ ও দূর্গাপুজা। বরাবরের মতোই অনলাইন প্রকাশনা শব্দপ্রকাশের ব্যানারে আসছে আন্তর্জালিক ই-বই “সৃজন” এর ঈদ ও পূজা (৪র্থ)সংখ্যা। ই-বুকে লিখতে আগ্রহী ব্লগার/ লেখক/লেখিকাদের কে লেখা পাঠানোর জন্য অনুরোধ করছি । লেখা পাঠাবার বিষয় ও নিয়মাবলী •ঈদের ছড়া • গল্প •কবিতা •রম্যরচনা •সায়েন্স ফিকশন •কথা শৈলী •মুক্ত গদ্য •আত্মকথন •স্মৃতিকথা •অনুকাব্য সহ যে কোন ধরনের সৃজনশীল লেখা। > এই ব্লগ কিংবা এই ব্লগের বাইরে যে কেউ লেখা পাঠাতে পারেন।

> লেখা পাঠানোর শেষ সময় ১২ ই অক্টোবর-২০১২ খ্রিঃ > আপনার পাঠানো লেখাটি মেইল করতে হবে এই ঠিকানায়। > লেখায় যতটুকু সম্ভব বানান শুদ্ধ করে পাঠাতে হবে। > লেখার সাথে অবশ্যই আপনার নাম ও মেইল এড্রেস পাঠাতে হবে > অমনোনীত লেখা ফেরত যোগ্য নয় তাই আপনার কাছে লেখার কপি রেখেই পাঠাবেন > যারা এই ব্লগের নিজস্ব পোষ্ট ভান্ডার থেকে লেখা দিতে চান তারা এই পোষ্ট লিংক দেবেন। সাথে অবশ্যই মেইল এড্রেস। > ই-বুক প্রকাশিত হবে ২০ শে অক্টোবর।

এখনই লিখতে বসে যান। মনের মাধুরী মেশানো আপনাদের লেখা নিয়ে প্রকাশ করা হবে ই-বুক। আপনাদের লেখার অপেক্ষায়…………….. ভালো থাকুন হেপ্পি ব্লগীং সৃজন এর পুরোনো সংখ্যাগুলো সৃজন-১ম সৃজন ২য় সৃজন-৩য়  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।