আমাদের কথা খুঁজে নিন

   

সপ্ত-স্বর

সপ্ত-স্বর ডা.সুরাইয়া হেলেন সা- অ্যালবামটা খুলে দেখি হাসছি আমি ফোকলা দাঁতে টলমল টল হাঁটছি আমি পুতুল হাতে,এক প্রভাতে! রে- দৌড়ে ছুটে খেলতে গিয়ে পড়ে গেছি ফুলবাগানে বাবা-মায়ের কোলে চড়ে কাঁদছি আমি দুই নয়নে! গা- স্কুল-ব্যাগ কাঁধে নিয়ে প্রথম যাচ্ছি ইশকুলেতে ছোট ছোট কালো চুলে মা বেঁধেছে শাদা ফিতে! মা- শাদা-সালোয়ার সবুজ-কামিজ ভাঁজ করা দো-পাট্টা দুটো বেণী লম্বা চুলে স্কুল ছুটি বিকেল পাঁচটা! পা- স্কুল ড্রেস শেষ হলো হরেক ফ্যাশন পোশাক এলো কলেজ ছেড়ে ভার্সিটিতে বন্ধুদের হাই হ্যালো ! ধা- হঠাৎ চেয়ে দেখি আমি রঙিন লাগে সবকিছু বেনারশী মাথায় ওড়না পাশে পাগড়ী মাথা নিচু! নি- শেষ অ্যালবামটা খুলে দেখি আবার আমি ফোকলা দাঁতে অবাক হয়ে তাকাই এ কী ফিরে গেছি সেই প্রভাতে !! (এটাই আমার শেষ অ্যালবাম ।এর পরে আমার আর কোন ছবি ওঠাইনি ।অন্তিম মুহূর্তে হয়তো কোন প্রিয়জন ছবি তুলে রাখবে ।সেটা তো আর আমি দেখতে পাবো না !)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।