আমাদের কথা খুঁজে নিন

   

লোড ব্যাবসায়ী এগিয়ে চলো আমরা আছি তোমাগো সাথে!!

আজিকার এই বাংলাদেশে রক্ত সৌধ রচনার বড্ড প্রয়োজন! ঘটনাতো ঘইটা গেলো! আপনাদের কারো জানা আছে কি ঘটনাটা সম্পর্কে?আমি কিন্তু শুনছি। সঠিক তথ্য থাকলে দিয়েন,উপকৃত হবো। আমরা বাঙ্গালীরা খাজনার চেয়ে বাজনা বেশী মার্কা ব্যাবসা করতে বেশী লাইক করি। তার একটা সুদৃঢ় প্রমাণ হইলো ফ্ল্যাক্সিলোডের ব্যাবসা। এই লোড ব্যাবসায়ীরা কম্পানী থেইকা হাজারে ২৭ টাকা কমিশন পায়।

এতে কি তাদের মুখের আহার জুটে?তাই তাদের মুখের খাবার জুটাতে হয় আমাদের আম পাবলিকের!২০ টাকা লোড করতে দিলে পাঠায় ১৯ টাকা,৩০ দিলে পাঠায় ২৯ টাকা। এইটা নিয়া আমার একটু মাথাব্যাথা ছিলো। এই ধরনের জুলুম কেনো আমাদের উপর?এটা যে শুধু ব্যাবসায়ীদের দোষ তা নয়। কম্পানী এতো অল্প কমিশন দিলে ব্যাবসায়ীরাই বা কি করবে! ঘটনা হইলো- তাই এতোদিন পরে ব্যাবসায়ীদের বোধদয় ঘটছে। তারা আন্দোলনে নামছে।

তাদের আন্দোলনটা একটু বিচিত্র ধরনের। তারা ১০ দিনের জন্য লোড দেয়া বন্ধ রাখবে। তবে এটা সারা দেশ জুড়ে নয়। শুধু ঢাকা এবং পার্শ্ববর্তী অণ্চলগুলোতে। তাই যাদের লোডের প্রয়োজন হয় তাড়াতাড়ি কইরা নেন।

না হলে ১০ দিন মোবাইলে কথা বলতে পারবেননা! আর উচু গলায় আওয়াজ তুলুন "লোড ব্যাবসায়ী এগিয়ে চলো,,,আমরা আছি তোমাগো সাথে" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।