জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
۞۞۞ শালী- দুলাভাই ۞۞۞
দুলাভাইয়ের সঙ্গে শ্যালক-শ্যালিকাদের সম্পর্ক মাধুর্য্য ও রসিকতাময়। ছড়াটিতে শালীদের কন্ঠে দুলাভাইয়ের প্রতি ভালবাসা ও অভিমান ব্যক্ত হয়েছেঃ
আমরা হলাম ফুলপরী,
ফুলের সাথে নাচ করি !
কেয়া ফুলের মালা গেথে
দুলোভাইকে দান করি।
ও দুলোভাই ! ও দুলোভাই !
আমারে যদি না নেন্,
গলার মালা খুলে দেন।
প্রত্রিকার পাতা উল্টালেই মাঝে-মধ্যে কত গুলো বিচিত্র সংবাদ দেখতে পায়।
তার মধ্যে দাম্পত্য জীবনের কোন ঘটনা-দুর্ঘটনার সংবাদ থাকলে আগে পড়ার চেষ্টা করি। দুলাভাইয়ের হাত ধরে শালী পলায়ন, দুলাভাইয়ের হাতে শালী খুন, দুলাভাইয়ের হাতে শালী শারীরিক নির্যাতন ও পরকীয়া এই যাতীয় সংবাদ পড়ে মনটা খারাপ হয়ে যায়। আমরা কতটা অমানুষ, নির্দয়, লোভী, স্বার্তপর, দুশ্চরিত্র হয়ে গেছি যে ঘরে বউ রেখে বউয়ের বোনের সাথে অন্যায় আচরন করছি। আমরা কি মানুষ? আমাদের চরিত্রের অধঃপতনের কারণ কি? উপরোক্ত ঘটনার জন্য কে দায়ী? দুলাভাই? শালী? বউ? পরিবার নাকি সমাজ? সমাধান কি হতে পারে? আসুন আমার ক্ষুদ্র জ্ঞানে একটু সমাধান দেবার চেষ্টা করি।
۞۞۞ স্ত্রীকে যে কাজটি করতে হবেঃ (আপনার স্বামী যদি একটু দুষ্ট টাইপের হয়) ۞۞۞
۩ আপনার যদি অবিবাহিত বোন থাকে তাহলে আপনার বোনের দিকে কড়া নজর রাখতে হবে।
۩ আপনার আদরের বোনটিকে আপনার স্বামীর সাথে হাসি-তামাশার সাথে কথা বলতে নিষেধ করবেন।
۩ আপনার বোনকে একাকী দুলাভাইয়ের সাথে মার্কেটে ঘুরতে, সিনেমা দেখতে যেতে দিবেন না।
۩ আপনার বোন আপনার শাশুর বাড়ীতে বেড়াতে এলে আপনার স্বামীর সাথে বেশী ঘনিষ্ট হবার সুযোগ দিবেন না।
۩ আপনার বোনকে আপনার দেবরদের সাথেও খুব বেশী কথা বলার সুযোগ দিবেন না।
۞۞۞ শালীদের সাথে কেমন আচরণ করা উচিত? ۞۞۞
শালী দুলাভাইয়ের সম্পর্ক হয় মধুর অথবা "শালি আধি ঘরওয়ালি" (অর্থাৎ শালি আধা-বউ) এই কথা গুলো বলে যারা শালীদের সাথে হাসি-তামাশা-দুষ্টামী করতে চায় তাদেরকে বলবোঃ
۩ শালীর সাথে ভদ্র ভাষায় কথা বলুন (যেভাবে আপনার বোনের সাথে কথা বলেন)
۩ শালীর পড়ালেখা ঠিকমতো চলছে কিনা, নিয়মিত নামায পড়ে কিনা জিজ্ঞেস করুন।
۩ সত্য ও সুন্দর পথে চলার জন্য পরামর্শ দিন। হিজাব ব্যবহার করতে উৎসাহ দিন।
۩ শালীকে দামী দামী কাপড়-গহনা উপহার না দিয়ে বই উপহার দিন।
۩ শালীকে নিয়ে কখনো একা মার্কেটে-পার্কে-সিনেমা দেখা উচি নয়।
۩ শালীকে নিয়ে কখনো আজে-বাজে চিন্তা মাথায় রাখাটাও উচিত নয়।
۩ আপনার স্ত্রীর কোন বিপদের সময়ে আপনার শালীকে সাহায্য করার জন্য বাসায় রাখতে পারেন, সেই সময় আপনার শালীর সাথে উত্তম আচরণ করুন।
۩ কোন দুর্বলতার সুযোগ নিয়ে আপনার শালীর সাথে খারাপ আচরণ করবেন না।
۩ আপনার দুষ্ট আচরণের কারনে বউয়ের কাছে শালীর কাছে পরিবারের কাছে আপনাকে আজীবন মাথা নিচু হয়ে থাকতে হবে। তাই নিজের স্ত্রীকে ভালবেসে শালীকে স্নেহের চোখে দেখুন।
۞۞۞ শালীকে যা করা উচিতঃ ۞۞۞
۩ বোনের জামাইকে সম্মান করতে হবে।
۩ কোন আজে-বাজে কথা বলা যাবে না।
۩ দুলাভাইয়ের সাথে একা কোথাও যাওয়া যাবে না।
۩ দুলাভাইকে কোন কিছুর জন্য আবদার করা যাবে না।
۩ শালীন পোষাকে দুলাভাইয়ের সামনে চলাফেরা করতে হবে।
۩ দুলাভাই দুষ্ট টাইপের হলে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
۩ দুলাভাই কোন খারাপ আচরণ করলে প্রতিবাদ করতে হবে
۩ দুলাভাইয়ের সাথে কোন অন্যায় কাজ করে বোনের সংসারে আগুন জ্বালাবেন না।
তখন তিনজনের জীবনটা নষ্ট হবার সম্ভাবনা থাকবে।
পরিশেষে-----------এত টুকু বলতে পারি,
আপনি সচেতন হউন আপনার স্ত্রী’র প্রতি, আপনার ভাইয়ের প্রতি,
মেয়েরা সচেতন হউন স্বামীর প্রতি, বোনের প্রতি।
তাহলে হয়ত আপনার সুখের সংসারটি আর পরকীয়ার আগুনে জলবেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।