আমাদের কথা খুঁজে নিন

   

সু সময়ের মাছি

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি আবার চায়ের কাপে ধোঁয়া উঠা শুরু মিষ্টি খবরটা বাতাসেতে ছোটে পুরনো নতুন কিছু পিঁপড়াও জোটে আর কথার চাবুকে হয় ব্যাথারা পুরু। হেলুজিন রোদ্দুরে হেঁটে যাই আমি আমার ছায়াটাকে চির সাথী ধরে ল্যাম্পোস্টে ঝুলে থাকা একা ঘুড়িটারে খানিক সঙ্গ দেই রাত জাগা আমি। এমন কেন হয় কি কারন বল আঁধার দিনে সবে আলো কেড়ে নেয় আবার সুখের দিনে আড্ডা চায়ের কাপ পুরনো তারাই কেন ফের দেখা দেয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।