কাজ করি সত্তিকারের মানুষের তরে । পাড়ার ১৫ টি যুবক আজ একত্রিত হচ্ছে সপত নিবে তারা নিজেদের ধর্মকে স্বাক্ষ্যি রেখে, রাত তখন ১২ টার বেশি ; চারদিকে কোন আওয়াজ নেই শুনশান একটা পরিবেশ । মাঝে মাঝে দু-একটা রাত জাগা পাখির আওয়াজ, দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক । পাশের পাহাড়ের পিছন থেকে ঢুং-ঢাং আওয়াজ আসছে, হয়তো আদিবাসীরি কোন প্রর্থিনায় মগ্ন । তবে সবকিছু মিলিয়ে কেন যেন মনে হচ্ছিল আসছে সময়টা ভালনা । রন্জন ছাড়া বাকি সবাই উস্থিত, রন্জনকে বাড়তি একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আসার পথে চিম্বু পাহারের ওপাশ হয়ে কথা বলে আসতে । আজই ঘঠবে সে ভয়াবহ কান্ডটা । পৃথিবী থেকে আজই হারিয়ে যাবে ১৫ টি জীবন; ঠিক আত্তহত্তা নয়, বলা যায় সমাজ-সামাজিকতা বাধ্য করেছে তাদেরকে আজ এ কাজটি করতে ..................আগামী লিখায় দেখুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।