আমাদের কথা খুঁজে নিন

   

তাই কি আজ সব কিছু আমি হারিয়েছি.........

মানুষের স্বপ্নের কোন সীমা নেই...অনেক স্বপ্ন দেখে তারা...কিন্তু কারো স্বপ্ন পুরন হয়...কারো হয়না...আমি তাদের দলে যাদের স্বপ্ন পুরন হয় না...নিজের স্বপ্নগুলোকে নিজের হাতেই শেষ করি আমি...কখন কিছুতেই স্থির হইনি আমি...সেটা আমার সৃষ্টি হোক...বা আমার সাধনা...কখন ক কেন আজ আমার চারপাশ জুড়ে বাজছে প্রচণ্ড হাহাকার......... কি এক অজানা ব্যথায় আজ সব মুহ্যমান......... কেন বাজছে আজ কিছু না পাওয়ার গ্লানি......... কেন আজ বেশি মনে পরছে অতীতের স্মৃতিগুলি......... যেতে যেতে আসলেই কি হয়ে গেল অনেক দেরি......... তাই কি আজ সব কিছু আমি হারিয়েছি......... কিছু না বলা কথা যে আজ রয়ে গেল এই বুকে......... শুধু হৃদয়ের গভীরে তা গুমরে মরে......... আকাশ টাও জেন আজ আমার সঙ্গি......... সারা সকাল ধরে সে কাঁদছে একাকি......... আমিতো চাচ্ছি তার মত কাদতে......... কিন্তু একফোঁটা অশ্রু আসেনা এই চোখে......... যেতে যেতে আসলেই কি হয়ে গেল অনেক দেরি......... তাই কি আজ সব কিছু আমি হারিয়েছি.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।