আমাদের কথা খুঁজে নিন

   

রঙ ছড়ানো আগুন লাগা বিকেলের ঐ সূর্যকে

কোথায় যাব বল একা প্রকৃতি হয়ে সাথে আছো তুমি আলো আর আধারে লুকোচুরি ক্ষণ দু হাতে ভরা স্বপ্ন করি তুমি । রঙ ছড়ানো আগুন লাগা বিকেলের ঐ সূর্যকে ছলছল মেঘ চোখ রেখে তোমারই আশাতে এসোনা …. কোথায় সেই সূর্যোদয় সুভাসিত আলো ঘাস ফুলের ছড়ানো প্রেম কোথায় সব রঙ আর প্রজাপতির ডানা তোমার মনের ছায়া তলে । দেখনা আমি আছি ভোরের আলো হয়ে সারাটিজীবন দেখনা খুজে দেখ পাবে আমায় তোমার বুকের মাঝে । এ জীবনে শুধু তোমারই আশা নদী হয়ে এ মন ঠিকানা ভুলে থাকা যায় না বয়ে যাবে নীল ক্ষণ কি করে আমি বলি তৃষিত কত এ মন ও শুধু নই একা আমি ছায়াটা আজ তোমার । চমৎকার একটি গান তৌসিফ ও চৈতির। শুনুন কোথায় যাব বল একা  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।