বিশ বছর পর দেখবো আজম মাহমুদ চাঁদের আদলে তোমার মুখ এঁকেছিলাম অমাবশ্যা রাতে বিশ বছর পরও জানি একটুও ম্লান হবে না আমার এঁকে দেয়া মুখ, আমার রেখে যাওয়া স্মৃতি। ওখানে আর কিছুই ছিলো না- বুকভর্তি হৃদয় আর চোখ ভর্তি স্বপ্ন ছাড়া আর কিছুই ছিলো না। অনেক পরে জানা হলো- অনেক স্বপ্ন সত্যি হয় না অনেক সুখ খুব সহজে রূপান্তরিত হয়ে যায় কষ্টে অনেক ভোর শুধু মেঘে ঢাকা আকাশ দেখে দেখে রাত্রি হয়। বিশ বছর পর দেখবো, কি করে তুমি স্মৃতিগুলো ভুলতে পেরেছো বলে স্বস্তির নিশ্বাস ফ্যালো! ০৮.০৮.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।