আমাদের কথা খুঁজে নিন

   

আজ জেমসের জন্মদিন...

এতকিছু ... ওই সিনেমার জন্যই... আজ নগরবাউল জেমসের জন্মদিন। শুভ জন্মদিন গুরু... জেমস বাংলাদেশের একজন রক সঙ্গীত শিল্পী। জেমসের আসল নাম ফারুক মাহফুজ আনাম। তিনি তার ভক্তদের কাছে গুরু নামেও পরিচিত। তার জন্ম নওগাঁ তে, পরে তিনি সঙ্গীতের নেশায় ঘর ছেড়ে চট্টগ্রামে পালিয়ে যান।

কিন্তু পরবর্তীতে সঙ্গীত পেশার উন্নতি করার জন্য ঢাকায় চলে আসেন। চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউল এর প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশে তিনিই প্রথম Psychedelic rock শুরু করেন।

তিনি নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশী গুরত্ব দেন। ২০০৫ সালে হিন্দি চলচ্চিত্র গ্যাংষ্টারে প্লে-ব্যাকের মাধ্যমে জেমস প্রথম বলিউডে প্রবেশ করেন। এরপর জেমস আরও কয়েকটি হিন্দি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন। জেমসের 'রেড ডট' নামের একটি প্রোডাকশন হাউস আছে। তার গানে মাদকতায় আচ্ছন্ন ভারত, বাংলাদেশের যুব-সমাজ।

নাগরিক জীবনের দুঃখ কষ্ট যন্ত্রনা তার গানে। । তথ্য: উইকিপিডিয়া  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।