আমাদের কথা খুঁজে নিন

   

ভবন ধস: 'দায়ী' মন্ত্রণালয় ঘেরাও করবে সিপিবি

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, ১৩ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ঘেরাও করা হবে।
গত ২ মের হরতার প্রত্যাহার নয় স্থগিত করা হয়েছে উল্লেখ করে সেলিম বলেন, "শেখ হাসিনা যদি দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে দেরি করেন সিপিবি চুপ থাকবে না। হরতালসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। ”
বিভিন্ন কারখানায় বিজিএজইএ যে জরিপ চালাচ্ছে তাতে বিশ্বাস রাখা যায় না মন্তব্য করেন তিনি বলেন, ট্রেড ইউনিয়নগুলোকে দিয়ে এই নিরীক্ষা করাতে হবে।


তাজরীনের ঘটনার পর ওই কারখানার মালিককে গ্রেপ্তার করা হলে রানা প্লাজা ধসের ঘটনা ঘটত না বলেও মনে করেন সেলিম।
তিনি প্রশ্ন তোলেন, বিজিএমইএর নেতারা রানা প্লাজার পোশাক কারখানার মালিকদের আশ্রয় দিয়েছে, এজন্য তাদের কেন গ্রেপ্তার করা হবে না।
‘কীভাবে নির্বাচন হবে সে বিষয়ে সিপিবিরও বক্তব্য আছে’ জানিয়ে সেলিম বলেন, “হাসিনা-খালেদার কাছে দেশ ইজারা দেয়া হয়নি। ”
সংলাপ যেন লোক দেখানো না হয় সে বিষয়ে প্রধান দুই দলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, আমরা নাটক দেখতে চাই না। দেশের স্বার্থে এক হতে হবে।


“একতরফা নির্বাচন হলে সংকট দূর হবে না। ”
হেফাজতে ইসলামকে সাম্প্রদায়িক সংগঠন অ্যাখ্যা দিয়ে সিপিবি সভাপতি বলেন, তারা হুমকি দিয়ে সারা দেশে উত্তেজনা সৃষ্টি করে রেখেছে।
সমাবেশে সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।