আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার দূরদর্শিতায় জাতি হিসেবে অপমানের হাত থেকে রক্ষা পেলাম!!!!!

"জাতিসংঘ সাধারন অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন, উনি প্রথমে গ্রান্ড হায়াত হোটেলে সাক্ষাতকার দিতে রাজি হলেও শেষ মূহুর্তে এসে অপারগতা প্রকাশ করেন এবং অন্য কোন সময়েও সাক্ষাতকার দিতে রাজি হন নি।" "Sheikh Hasina, in New York for the United Nations General Assembly, initially agreed to be interviewed by me in a suite at the Grand Hyatt. At the last minute she canceled and refused to reschedule."-NICHOLAS D. KRISTOF, NYTIMES বিবিসির হার্ডকোর অনুষ্ঠানে নাকানি-চুবানি খেয়ে অবশেষে তার শিক্ষা হয়েছে, নিন্দুকেরা অবশ্য বলে থাকেন উনাদের নাকি কোন শিক্ষা হয়না, কিন্তু এই ক্ষেত্রে উনি শিক্ষা পেয়ে নিউইয়র্ক টাইমসে আর নতুন করে অপমানের শিকার হতে চান নি, এবং জাতি হিসেবে আমাদেরকেও নতুন করে অপমানের ভাগিদার করেন নি। তার এই মহৎ কাজের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাই। অবশ্য সাক্ষাতকার না পেলেও হারামি বেটা ক্রিস্টোফ এই নিয়ে একটা কলাম লিখে পাবলিশ করে দিয়েছেন, ওদের লজ্জাশরম নাই, আরে গর্দভ তোদের সাথে আমরা কথাও বলতে চাই না, নির্লজ্জের মত আমাদের দেখা পাওয়ার জন্য পায়ের কাছে এসে ঘুর ঘুর করছিস কেন!!! তথ্যসূত্র: NYTIMES Click This Link  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।