আমাদের কথা খুঁজে নিন

   

যখন আল্লাহু ব্যথিত আর কোন কিছুই ছিলনা তখনি নুর নবী হজরত সা আল্লাহর রাছুল

তুমি আদিতে নিরাকার হে রহমতের ভাণ্ডার আকার লইলে আসি মানব বেশে মোহাম্মাদ নামে অবশেষে ক্ষুত্রতে কামিলে ঝিন্নুকেতে তুমি ছিলে ডিম্ভ ফুটাইয়া ত্রিভুবন জুড়িয়া সৃষ্টি সমূদয় প্রকাশিলে সেই নুর উজ্জ্বল হয়ে ভাসে । ফেরেস্তাদের ছুরতে তাদের শিক্ষা দিলে আরশে মহল্লায় আল্লাহর ক্ষুত্রতি পায়ে সেজদা দিলে লৌহ কলম ৮০ হাজার আলম হাসে । শাজ্রাতুলে ক্ষিন ডালে ময়ুর রূপে ছিলে আল্লাহর ক্ষুত্রতে তোমার নুর থেকে সব রুহ স্রিজিলে রুহ সব জানায় ছালাম উল্লাসে । বানায় খোদা আদম ছবি ফেসানিতে দিল নুরে মোহাম্মাদই আদম থেকে ক্রমে নুর পৌঁছল এসে কপালে আব্দুল্লাহর মা আমেনার কুলে নুরের চাঁদ হাসে উম্মতি তরাইতে আসিলেন নেমে মক্কাতে দূর হইল পাপ তাপ তার নুরে ঝলকেতে করিলেন প্রচার ইসলাম তামাম দুনিয়ায় এসে । দার্শনিক মন্তব্য ম মাসউদ মিয়া শাহি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।