আমার আমি , নয়তো শুধুই আমি এই দুনিয়াতে যেসব নিয়ম-কানুন এর দরকার ছিল ,
১। একজন মানুষ শুধু একজন সঙ্গীনীর সাথে যৌবন থেকে বার্ধক্যকাল পর্যন্ত কোনোরকম দায়বদ্ধতা ছাড়া জীবন কাটাবে ।
২। কাওকে ধোকা দিলে বা মিথ্যা বললে সাথে সাথে শাস্তি পাবে ।
৩।
বৃদ্ধ বয়সে কেও ছেলেমেয়ের উপর নির্ভরশীল থাকবে না ।
৪। স্বার্থ ছাড়া কেও কারোর সাথে সম্পর্ক রাখবে না , স্বার্থ যখন শেষ সাথে সাথে সম্পর্কও শেষ ।
৫। প্রেম ভালোবাসা , মায়া মমতা বলে কিছু থাকবে না , একসাথে ঘুরাঘুরি ,আড্ডা ,বিনোদন সবকিছু একটি বিশেষ নিয়মে পরিচালিত হবে যাতে কারোর প্রতি জবাবদিহিতা করার সুযোগ না থাকে ।
৬। ফিলিংস অনুভুতি এইসব সবকিছু হবে হরমন আর মস্তিষ্কের বিশেষ কিছু ক্যামিকেল রিয়েকশন ফলাফল মাত্র ।
৭। যে যে বিষয়ে ইচ্ছুক ,সে সেই বিষয়ে উচ্চতর পড়াশুনা করতে পারবে , ডাক্তার-ইঞ্জিনিয়ার ,ব্যাংকার হতে হবে এমন কোনো কথা নাই , কেও চাইলে রিক্সা বিশেষজ্ঞ অথবা ভিক্ষুকতা নিয়ে অথবা নাস্তিকতা নিয়ে পি.এইচ.ডি করতে পারবে।
৮।
ধনী গরীব বলে কিছু থাকবে না , সবাই হবে সাধারন , আর কোনো সরকার গনতন্ত্র পরিপাকতন্ত্র এইসব থাকবে না , দেশ চলবে পরিবারতন্ত্রের উপর ।
৯। কেও চাইলে ইচ্ছে করে কারোর ক্ষতি করতে পারবে না , ক্ষতি করার চিন্তা মাথায় আসলে সেই চিন্তা মস্তিষ্কের বিশেষ ক্যামিক্যাল ব্যাবস্থার মাধ্যমে নি:শেষ হয়ে যাবে ।
১০। কেও চাইলে ইচ্ছামতন সন্তান পয়দা করতে পারবে না ,মানুষ একটি নির্দিষ্ট বয়সের পর মৃত্য বরণ করবে ,......।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।