প্রদীপ হালদার,জাতিস্মর। চোখের জলে নাইবা তুমি কাঁদলে ব্যথা পেয়ে নাইবা তুমি হাসলে। মনের কথা নাইবা তুমি বললে তারি কথা নাইবা তুমি শুনলে। কি যায় আসে তাতে সব কিছুতো এক থাকে সব তুমি জানলে। জোয়ার ভাঁটার নদীপথে বন্যা জলে ভাসলে। চোখের জলে বন্যা হলে কাজল ধুয়ে যায় নদীর জলে বন্যা হলে গ্রাম ভেসে যায়। চাঁদের আলোয় বন্যা হলে আলোয় ভরে যায় বাতাসেতে ঝড় হলে দুঃখ বেড়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।