আমাদের কথা খুঁজে নিন

   

।।। দেয়াল ।।।

পরে আর বলা হলনা ! অভিমানের ছায়াগুলো ক্রমশঃ দেয়াল হয়ে ওঠেনা কারও একার আশ্রয়ে ! দেয়ালের এপাশেও থাকে একই অভিমান অথবা অবজ্ঞা কিংবা সংশয়, সংকোচ এমন আরও অনেক ছায়া। একটা ছায়াভেদী অনায়াসী ছোঁয়া স্বেচ্ছাবন্দী হয় আরেক ছায়ায়। বিকেলের আবছা ছায়াগুলো গোধূলীর ছাই মেখে গাঢ় হয়। রাতের কয়লা কালো রঙে অথবা জোছনার সফেদ প্রলেপে, গাঢ়তর ছায়াগুলো মিলেমিশে অবশেষে ছোট্ট দেয়াল হয়ে ওঠে উভয়ের আশ্রয়ে। দেয়ালটি ক্রমশঃ আরও উঁচু আর স্ফীত হয়, দীর্ঘ হয়, ছায়াবন্দী সময়ের বলিষ্ঠ হাত ধরে – একটু একটু করে।

দেয়ালগুলো এভাবেই গড়ে আর বাড়ে আমাদেরই ছায়াগুলো নিয়ে। অভিমান থেকে অবজ্ঞা, বিরক্তি থেকে রাগ সংশয় থেকে সন্দেহ, সংকোচ হতে দুরত্ব এমন অসংখ্য ছায়া থেকে অনেক দেয়াল!! দেয়ালগুলো গড়ে ওঠে, বেড়ে ওঠে আমাদেরই সকলের মিলিত অবদানে। অথচ এগুলো সব ঠুনকো দেয়াল দৈর্ঘ্য-প্রস্থ-বেধে যতই তা বড় হোক, ভেতরটা ফাঁপা আমাদের সন্মিলিত উপলব্ধির একটু আঘাতেই ভেঙ্গে যেতে পারে সব কাঁচের দেয়াল। এসো একসাথে ভাঙি সব ঠুনকো দেয়াল হয়তো থেকে যাবে কিছু দেয়ালের রেখা। থাক না হয় রেখাগুলো সীমাচিহ্ন হয়ে না হলে কে নেবে একা সীমাহীন বিস্তৃত – একটি আঙিনার একক অসীম দায় ! তারচেয়ে রেখাগুলো থাক দেয়ালগুলো শুধু ভেঙ্গে যাক, সরে যাক।

আর ছায়া? অনুভবের আলোয় ছায়াতো কবেই গেছে সরে! উৎসর্গঃ ১। অর্ণব ( ব্লগার অনাহূত ) । ( যাঁর ছায়াকে দেয়াল করো না কবিতার অনুপ্রেরণায় এই লেখা এবং এটি শুধু তাঁর কবিতার জন্যই না বরং ব্লগের সাম্প্রতিক অবস্থার জন্যও সবার প্রতিই কিছুটা মনের কথা হয়ে থাকল আমার দিক থেকে। ) ২। ব্লগার জুল ভার্ন ।

( বেশ কিছুদিন আগে থেকে যথেষ্ট যৌক্তিক অভিমানে যিনি দূরে সরে আছেন ব্লগিং থেকে। আমার প্রায় প্রতিটা লেখায় যাঁকে পেতাম সক্রিয় ও ইতিবাচক রূপে। ব্লগে তাঁর লেখা ও আচরণেরও দারুণ গুণমুগ্ধ ছিলাম আমি এবং হয়তো আমার মত আরও অনেকে। শুনেছিলাম স্বাস্থ্যগত দিক দিয়েও গুরুতর অসুস্থ ছিলেন তিনি। ব্লগ পরিসরের বাইরে আমার কারো সাথেই পরিচয় নাই।

জানিনা তিনি সেই পুরনো অভিমানেই নাকি অসুস্থতার কারণে এখনো দূরে সরে আছেন। যেকারণেই হোক, ফিরে আসুন জুল ভার্ন। আপনার অভিমানের কারণটা যৌক্তিক কিন্তু সেদিক দিয়ে যখন ব্লগ কর্তৃপক্ষের কার্যকর সাড়া পেলেনই না তখন বিভেদের দেয়াল গড়ে তোলার একটা দায় আপনি কেন নেবেন? আমার এই লেখায় মন্তব্য করার জন্য হলেও ফিরে আসুন। প্লিজ! ) ৩। ব্লগের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্লগ কর্তৃপক্ষের উপর কিছুটা মনোকষ্টে ভোগা সকল সাধারণ ব্লগার বিশেষ করে চেয়ারম্যান০০৭ এবং গোলাম দস্তগীর লিসানি ।

৪। ভগিনী জানা ( ব্লগ কর্তৃপক্ষ বলতে মূলতঃ আপনাকেই জানি )। ( পুরনো দেয়ালগুলো ভাঙবার মূল উদ্যোগ আপনাকেই নিতে হবে। সেই সাথে নতুন আরও দেয়াল যাতে গড়ে না ওঠে তার দায়ও। সবাইকেই সাথে রাখুন।

ভাল রাখুন। ভাল থাকুন। ) ৫। ব্লগার মাহী ফ্লোরা , শায়মা এবং কামরুল হাসান শািহ । ( আপনাদেরকে লেখায় পাচ্ছিনা সেভাবে অনেকদিন।

প্রাণ খুলে লিখুন আমাদের সবার জন্য। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।