আমাদের কথা খুঁজে নিন

   

আর কত ভয় পােবন? মানুষের জন্য মানুষের এই সাহসটা আজ বড় দরকার, মানুষের জন্য উঠে দাঁড়ান

আমার আমিকে খুঁজি শক্তির স্বপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস কর না কেন মনে রেখো মানুষই মরেছে ৷ ................... মানুষ এত বড় যে , আপনি যদি 'মানুষ ' শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন ' মানুষ' - তো আপনি কাঁদবেন ৷ আমি মানুষের পক্ষে , মানুষের সন্গে এবং মানুষের জন্যে ৷ ................................... এটা আমার দেশবাসী মানুষদের জন্য বড় দুঃসময়। আজ শুধু মানুষ - মানুষকে অনুভব করে মানুষের পাশে দাঁড়ালে , এই সব দুবৃত্তায়ন আর মানবতার বিপক্ষে সহিংসতার বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়ালে, সকল কিছুর উপরে মানুষের জন্য ভালবাসা নিয়ে অমানবিকতাকে রুখে দাঁড়ালে, মানবতা বেঁচে যেতে পারে । রাজনিতী, নেতাবাজী, দলবাজী, ধর্মবাজী তাদের সার্থে আজ এই দুঃসময় ডেকে এনেছে মানুষের বিরুদ্ধে; মানুষকে ব্যবহার করেই । আজ মানুষের সামনে এ আকুতি করছি- শুধু মিলিত মানুষই মানবিকতা দিয়ে পারবে এই দুঃসময়কে রুখে দিতে , বদলে দিতে ; আপনি রুখে দাঁড়ান আপনার চৌহদ্দীর হিংস্রতার বিপক্ষে, ভালবাসা নিয়ে দাঁড়ান আপনার পাশের দুর্বল কিংবা বিপর্যস্ত মানুষটির পাশে, তার বিপদে। সাহস করুন, সাহস করে নিঃশঙ্ক চিত্তে দাঁড়ান সত্যের জন্য; মানুষের জন্য। মানুষের জন্য মানুষের এই সাহসটা আজ বড় দরকার, মানুষের জন্য উঠে দাঁড়ান- নিজেদের জন্য উঠে দাঁড়ান। নয়ত এই দিন দুরে নয়, এই হিংস্রতা ভরা অমানবিক সময় গ্রাস করবে সবাইকে আরো বড় বড় সব মানবিক বিপর্যয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।