ধুর আগে বেশ কয়েকবার নিজের তোলা ছবি পোষ্ট করেছি। আবারও কয়েকটি ছবি নিয়ে এলাম।
আগের কয়েকটি ছবির উপরে কিছুটা এডিটিং করায় বেশ সমালোচনা শুনতে হয়েছে। তাই এবার আর এডিটিং না, শুধু লোগো বসায় ছেড়ে দিয়েছি।
আশাকরি ভাল লাগবে।
আর কারও ভাল না লাগলে দয়া করে বলে যাবেন, ভুল থাকলে একটু কষ্ট করে শুধরে দিবেন। তাতে করে পরবর্তিতে আরও সতর্ক হয়ে ছবি তুলতে পারব। মাত্রতো শুরু, বসদের কমেন্ট না পেলে শিখব কি করে?
১. বসুন্ধরা সিটির একটি লেভেলে সন্ধ্যা -
২. আমি ঢাকা ভালবাসি - I Love Dhaka -
৩. কেন যেন মনে হচ্ছিল যে কেউ একজন মন খারাপ করে বসে আছে - দেশী দশের মধ্য থেকে তোলা ছবি -
৪. দৃক গ্যালারীতে গত ২৭ তারিখ একটি মেলা চলছিল, সেখানে রূপকথার জামদানী ঘর এর স্টল থেকে তোলা ছবি - শো পিস
-
৫. বসুন্ধরা সিটির দেশী দশের রঙ এর দোকান থেকে তোলা -
আগের কিছু ছবি ব্লগের লিংক
ছবি ব্লগ - কত নম্বর তা ভূলে গেছি!
ছবি ব্লগ
আউলা ঝাউলা ফটো ব্লগ
ধানমন্ডি লেক চক্কর - ফটোব্লগ - আমার কাঁচা হাতে তোলা আরও কয়েকটা ছবি ---- ৬০ টি ছবি, লোড হতে বেশ সময় লাগবে।
আমার কাচাঁ হাতে তোলা ৩টা ছবি।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১২:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর... [বিজ্ঞাপন]
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net//blog/shafiulalamchowdhuryblog/29686092 , please visit the link and rate it if you like. :-) নিজেকেও একটি কপি পাঠান
৮টি মন্তব্য ১-৮ ১. ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১২:১১ লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১২:১২ লেখক বলেছেন: ধন্যবাদ।
২. ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১:০৩ কুমার বিশ্বজিৎ বলেছেন: সমালোচনা Positively নেওয়াটাই ভাল করবে। আমি নিজে যে খুব বড় কিছু একটা, তা না হলেও ওপরের লেখা পরে কিছু কথা লিখতে ইচ্ছে হল।
আশাকরি ভাল লাগবে। : একজন আলোকচিত্রীর শুধু এবং শুধুমাত্র নিজেকে সন্তুষ্ট করার জন্যই ছবি তোলা উচিৎ, যদি না সে কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করে। যদিও সব ছবিই সবার সামনে তুলে ধরার জন্যই, তবুও নিজের ভাল লাগা আর দৃষ্টিভঙ্গিকেই প্রাধান্য দেওয়া শ্রেয়।
তাই ফটোগ্রাফিতে নতুন-পুরনো বলে কিছু নেই। নতুনরাও চমৎকার কাজ করতে পারে। তবে ভাল ছবি তুলতে সংশ্লিষ্ট বিষয়ে পড়ালেখার গুরুত্ব অনেক।
আর কারও ভাল না লাগলে দয়া করে বলে যাবেন, ভুল থাকলে একটু কষ্ট করে শুধরে দিবেন। : ব্লগে যারা ছবিগুলো দেখবে, তাদের মধ্যে কতজন ফটোগ্রাফির নানা দিক নিয়ে সচেতন? স্বাভাবিক ভাবেই সবাই না।
তাহলে তাদের ভাল-মন্দে বেশি প্রভাবিত হওয়ার প্রয়োজন নেই। অবশ্যই তাদের মন্তব্য মূল্যবান। তবে, শুরুর দিকে উচিৎ নিজের পছন্দের আলোকচিত্রীর কাজ দেখা, বুঝতে চেষ্টা করা, সম্ভব হলে পরামর্শ নেওয়া। আস্তে আস্তে নিজের চোখ তৈরি হয়ে গেলে, এসবের আর দরকার হবে না।
তাতে করে পরবর্তিতে আরও সতর্ক হয়ে ছবি তুলতে পারব।
: সবার direction এ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। ছবি পোস্ট দেয়ার জন্য কোন তাড়াহুড়ো করার দরকার নেই। সময় নিয়ে কাজ করে, শুধু ভাল ছবিগুলো শেয়ার করাই ভাল আলোকচিত্রীর লক্ষন।
----------------
আমার এই সব কথা গুলো তাদের জন্য নয়, যারা ক্যামেরা দিয়ে নারীমুখমন্ডলের ছবি তুলে সবার কাছে Like বা + পেতে আগ্রহী, বা যারা বন্ধুদের সাথে তোলা ছবি, যত্রতত্র
শেয়ারে অভ্যস্ত।
যারা আসলেই ফটোগ্রাফিতে আগ্রহী, তাদের উপকারে আসলেও আসতে পারে।
অনেক কথা লিখে ফেললাম।
আরও ভাল ছবি দেখার প্রত্যাশায় থাকলাম। ০১ লা অক্টোবর, ২০১২ রাত ৩:০৫ লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার বলা কথাগুলি মনে থাকবে। ৩. ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:০১ ৈহমনতী বলেছেন: দেখে বেশ ভালো লেগেছে।
তুলতে থাকেন। দেখবেন আরও অনেক ভালো ছবি তুলে ফেলেছেন।
আপনার জন্য শুভকামনা ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৪ লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তুলতে থাকব আশাকরি! ৪. ০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৩১ ভয়ংকর বোকা বলেছেন: ৪,৫ ভালো হয়েছে। ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৮ লেখক বলেছেন: ধন্যবাদ! আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।