আমাদের কথা খুঁজে নিন

   

না দেখলে পুবাই মিস ... কোরিয়ান গানে Gangnam Style ... বাংলাদেশের তরুন - তরুনীদের ফ্লেস মব.....

একুশ আমার অহংকার....... কোরিয়ান গানে Gangnam Style ... বাংলাদেশের তরুন - তরুনীদের ফ্লেস মব..... ঢাকার কারওয়ান বাজারের ওয়াসা কার্যালয়ের সামনের সড়ক। হঠাত্ শুরু হয়ে যায় বাদ্যের তালে তালে একদল তরুণ-তরুণীর নৃত্য। মুহূর্তেই আশপাশ থেকে কয়েক শ দর্শকের উপস্থিতি। ঠিক ছয় মিনিটের মাথায় থেমে যায় বাদ্য আর নৃত্যের এই ঝলকানি। এটা ছিল একটা প্রতিবাদের কর্মসূচি। আকস্মিক একটি স্থানে জড়ো হয়ে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর বিশ্বব্যাপী এ ধরনকে বলে ‘ফ্ল্যাশ মব’।গত শনিবার ঢাকার রাস্তায় প্রথমবারের মতো তাই করে দেখালেন এই তরুণেরা। আয়োজকেরা জানালেন, সরকারের অনলাইন গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টার প্রতিবাদে তাঁদের এ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধশত তরুণ-তরুণী। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গান ‘ওপা গ্যাংনম স্টাইল’-এর তালে তালে এই ‘ফ্ল্যাশ মব’ অনুষ্ঠিত হয়। জানা যায় YOUTUBE বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদের তারা এই আয়োজন করেছ..... নিচে লিঙ্ক Gangnam style

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।