একুশ আমার অহংকার....... কোরিয়ান গানে Gangnam Style ... বাংলাদেশের তরুন - তরুনীদের ফ্লেস মব..... ঢাকার কারওয়ান বাজারের ওয়াসা কার্যালয়ের সামনের সড়ক। হঠাত্ শুরু হয়ে যায় বাদ্যের তালে তালে একদল তরুণ-তরুণীর নৃত্য। মুহূর্তেই আশপাশ থেকে কয়েক শ দর্শকের উপস্থিতি। ঠিক ছয় মিনিটের মাথায় থেমে যায় বাদ্য আর নৃত্যের এই ঝলকানি। এটা ছিল একটা প্রতিবাদের কর্মসূচি। আকস্মিক একটি স্থানে জড়ো হয়ে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর বিশ্বব্যাপী এ ধরনকে বলে ‘ফ্ল্যাশ মব’।গত শনিবার ঢাকার রাস্তায় প্রথমবারের মতো তাই করে দেখালেন এই তরুণেরা। আয়োজকেরা জানালেন, সরকারের অনলাইন গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টার প্রতিবাদে তাঁদের এ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধশত তরুণ-তরুণী। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গান ‘ওপা গ্যাংনম স্টাইল’-এর তালে তালে এই ‘ফ্ল্যাশ মব’ অনুষ্ঠিত হয়। জানা যায় YOUTUBE বন্ধের সরকারী সিদ্ধান্তের প্রতিবাদের তারা এই আয়োজন করেছ..... নিচে লিঙ্ক Gangnam style
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।