আমাদের কথা খুঁজে নিন

   

হাই হিল জুতো ও হাই যৌন জীবন !!!!!!!!!

হাই হিল জুতো সম্বন্ধে সব সময়ই একটা বিজাতীয় ধারণা পোষণ করে আসছে সবাই৷ কিন্তু তা সত্ত্বেও সুসজ্জিত নারীর জন্য এক জোড়া হাই হিল জুতো সাজসজ্জার একটি গুরম্নত্বপূর্ণ আইটেম৷ শারীরিক দৈর্ঘ্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই৷ স্বল্প দৈর্ঘ্য বা দীর্ঘাঙ্গী_ উভয় ধরনের নারীর কাছেই স্টিলেটো (Stilleto) বা সরম্ন উচু হিল অত্যনত্ম আকর্ষণীয়। এ ধরনের জুতো পরার ফলে মেয়েরা আরেকটু লম্বা হওয়ার সুযোগ পায়৷ দেহকে হালকা পাতলা দেখায় ও সৌন্দর্য বৃদ্ধি করে৷ সুতরাং উচু হিলের জুতো নারীকে আরো আকর্ষণীয় করে তোলে, এতে কোনো সন্দেহ নেই৷ তবে হাই হিল কেবল নারীর সৌন্দর্যই বাড়ায় না, স্বাস্থ্যের জন্যও নাকি ভালো৷ হাই হিল স্বাস্থ্যের, বিশেষ করে পায়ের জন্য অত্যনত্ম ৰতিকারক_ এ কথাই এতোকাল শোনা গেছে৷ কিন্তু এ কি কথা শুনি আজ মন্থরার মুখে! সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, হাই হিল জুতো শরীরকে ছিমছাম ও পেশিকে সতেজ রাখতে সাহায্য করে৷ শুধু তাই নয়, হাই হিল নারীর যৌন জীবনের উন্নতি সাধন করে৷ ইটালির বিখ্যাত ভেরোনা (Verona) ইউনিভার্সিটির মূত্রবিজ্ঞানী (Urologist) মারিয়া চেরম্নতো (Maria Cerruto)-র নেতৃত্বে এ গবেষণা হয়৷ তিনি বলেন, কোনো ধরনের বৈজ্ঞানিক কারণ ছাড়াই নানা অসুস্থতা এমনকি মানসিক রোগের জন্যও এই হাই হিল জুতোকে দোষারোপ করা হয়েছে৷ এর মূলে সত্যি কারণ কি তা জানার জন্য তিনি এ গবেষণা শুরু করেন৷ তিনি নিজেও একজন হাই হিল ভক্ত, সুতরাং এ বিষয়ে সবার উদ্বেগ দেখে তিনি এর মধ্যে কিছু ভালো এবং স্বাস্থ্যকর কিছু খুজে পাওয়ার আশায় এ গবেষণা চালান৷ শেষ পর্যন্ত তিনি তাতে সফলও হন৷ তিনি বলেন, হিল পরলে শরীরের নিম্নাংশের ব্যবহার বেশি হয়, তাতে ব্যথা কমে যায় ও স্বাস্থ্য ভালো থাকে৷ এমনকি নিয়মিত হাই হিল জুতো পরলে শরীরের নিম্নাংশের ডেইলি একসারসাইজ (ব্যায়াম) করার প্রয়োজনীয়তা কমে যায়৷ পায়ের আঙুলের ওপর শরীরের ভার চাপিয়ে সোজা হয়ে দাড়ানোর ফলে দেহের ব্যালান্স রৰা করতে মেরুদন্ড- ও শরীরের নিম্নাংশকে একটু বেশি অ্যাকটিভ থাকতে হয়৷ এর ফলে দেহের ভঙ্গিমা ভালো হয় ও দেহের অংশগুলো সতেজ থাকে। তাই হাই হিল জুতো পড়ুন ও হাই যৌন জীবন উপভোগ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।