আমাদের কথা খুঁজে নিন

   

আজ আর কিছু ভাবতে

আজ আর কিছু ভাবতে ইচ্ছে করছে না, জীবন থেকে সরে দাড়াতে চাইছি কিছুটা। পিছুটান গুলোকে করে নিতে চাইছি আপন, ঘরে দরজাটা আজ বন্ধ করে দিয়েছি, আলোকিত জ্বলমলে আলো আজ অসহ্য লাগে । একটি বদ্ধ ঘর , যেখানে নেই আলোর ছিটেফোটা, সেই ঘরের মধ্যমনি হয়ে বেচে থাকতে খুব ইচ্ছে করছে । অনুভুতিগুলো আজ অকেজো হয়ে গেছে, টবে সাজানো গাছে একটি গোলাপকে আজ কুত্সিত লাগছে। আমার প্রিয় বেলকনিতে হাটতে আজ বিরক্ত লাগছে , আধারের সাথে বন্ধুত্ত্ব করতে খুব ইচ্ছে হয় । আকাশের আধার আকাশকে ঢেকে রেখেছে, ঠিক মনের ব্যাথাগুলোর মত । আজ আমার পৃথিবীটা এরকমই , এরকমই অন্ধকার জগতের বাসিন্ধা আমি । আমার পৃথিবীত অন্ধকারের বসবাস , আর আমার বসবাস অন্ধকারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।