আমাদের কথা খুঁজে নিন

   

RC Diet ও একটি ঘটনা

আমি খুব সাধারণ। বেশ কয়েকবছর আগের ঘটনা। তখন নোবেল এর করা বিজ্ঞাপন এর জিঙ্গেল "তোমার জন্য মরতে পারি" খুব জনপ্রিয়। সে সময় আমার মোবাইলে Unknown একটি নাম্বার থেকে কল আসে। লোকটি ফেনীর আঞ্চলিক ভাষায় আমাকে বলে, আমার মোবাইল নাম্বারটি আর RC Diet Cola এর Barcode নাম্বার নাকি একই।

তারপর সে আমার মোবাইলের Welcome Tune টি শোনার জন্য বারবার কল/মিসকল দিতে থাকে। আমি তার কলটি রিসীভ করে বিরক্ত করতে নিষেধ করে একটু কড়াভাবে ধমক দিই। তখন সে আমাকে SMS করে "তোমার জন্য মরতে পারি, ও সুন্দরী তুমি গলার মালা, তোমার নাম্বার দেওয়া আছে দেখো আরসি কোলা। " এরপর সে আবার মিসকল দিতে শুরু করে। তারপর আমি তাকে একটি SMS করি "এই যে দেখো তোমার জন্য আনছি জুতার মালা।

" লোকটি আমার SMS পাওয়ার সাথে সাথে Reply দেয়, "বড়লোকের মেয়ে তুমি অহংকারী মন, জুতার মালা লিখার কি ছিলো কারণ? Literate না Unliterate কোনটা বলব আমি, ভাবতে বড় অবাক লাগে, কেমন মেয়ে তুমি?" এরপর আর ঐ নাম্বার থেকে কোন SMS বা মিসকল আসেনি। তবে অন্যান্য নাম্বার থেকে ফোন করে অনেক্ই বলেছিল, আমার মোবাইল নাম্বার আর আরসি ডায়েটের বারকোড নাম্বার নাকি একই। তারপর আমি কৌতুহলী হয়ে বাসার নিচের দোকান থেকে একটি আরসি ডায়েট কোলা কিনে নিয়ে এসে দেখি ঘটনা সত্য। তবে ওখানে দশটি নাম্বার ছিলো ০১৯ এর পরে ১ ছিলো না, যারা আমাকে কল করেছিলেন তারা নিজ দায়িত্বে ০১৯ এর পরে ১ বসিয়ে কল করেছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।