এখানেই সবকিছু শেষ নয় .. ওদিকে ফেসবুক খোলা ,তারপর তরেন্তে মুভির খোজ -আইস এজ এর ব্লু রে প্রিন্ট চাই ,আর তারপর এইখানে নতুন কিছু লেখা। শিরোনামটা নিয়ে চিন্তায় ছিলাম,যদি শুধু আজ লিখে পার পেতাম,তবে ভালো হত,তবে দশ হাতেরই -তিনি পেছনের দুটি শব্দ লিখে ফেলেছেন
প্রিয় কথা কে একটা ধন্যবাদ দেয়া দরকার । উনার জন্যই এই আমি আমার মত আছি । কিন্তু কে জানিয়ে দেবে ? মোবাইল ?সেত নিজেই ব্যস্ত ঘুমোতে,বারবার বেজে ওঠে ,তাই একটা আসার দিয়েছি ,মেরামত করার পর ডাক্তার বলেছেন ওটাকে অফ রেখে চার্জ দিতে। তাই করছি..।
সে এখন প্রিয় কথার কাছে পৌছতে পারবে না ।
তবে সে এখনো জেগে আছে .। জেগে থাকার কথা ।
লেখক কিন্তু এত সংশোধন করে না - আমি করছি কেন ?
যদি তার চোখে পরে ??
তাকে বিদায় জানিয়েছি আজ -আজ শুক্রবার ।
আজ - নতুন একটা গেমস -ক্রাইসিস টু আরম্ভও করেছি ।
মোবাইলে নতুন কিছু গান তুলেছি ।
আর কি কিছু করেছি ? নাহ !
তবুও মনকে তার নিজের ঠিকানায় রেখে দিতে পারছি না ।
কারণ আজ শুক্রবার । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।