আজকের মতো এতো সুন্দর আর লাগেনি কোনোদিন…. ঐ আধফোটা চোখের চাহুনি….নির্বাক…… এতো ছন্দ আনন্দ নিয়ে চলে যাওয়া…….. এক সুচতুর শোক….মুক্ত বিহঙ্গে…দিয়েছে পাড়ি….. লাশ কাটা ঘরে….নিথর পড়ে আছে এক নারী…..। কলঙ্কের নেই কোনো দাগ…. সমাজের অযথা অযুক্তিক অসহায়ত্বের নিয়েছে সে শতভাগ……। মনে পরে অহনা আজ পনেরো বছর পরে….. দেখা হবে মুখোমুখি…..এমন কোথাও……… অন্ধকার…এভাবে আবার…………………... নিয়তির কি অদ্ভুত নিয়ম…….. তুমি যখন সব ছেড়ে ছুড়ে হাত রেখেছিলে…… সমাজের নিয়ম ছিলো….ছিলোনা তোমার অধিকার…..। মনে করে দেখো অহনা…. সমাজের নেই কোনো নিজস্ব লোক লাজ…. কিছু মনগড়া যুক্তির পাশে পড়ে থাকে শত চোখ….. অনিয়মের মতো ভুলে যায়….. ফুটে ওঠে চিন্তার অপরিণত কাপালের ভ্রু, ভাজ….। চলে যাওয়া যদি….কফিনে বাক্স বন্দি হয়……… আমার প্রয়োজন নেই সেই চিরচরিত সমাজ……………….।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।