আমাদের কথা খুঁজে নিন

   

অণু কাব্যের খসড়া

অসুন্দর মানুষের ভাষা হতে পারে না.. মানুষের কিছু শব্দ তার নয় মানুষের সবকিছু কি চলে নিজস্ব নিয়মে? কিছু শব্দ থাকে ভাঙ্গনেই বেশি পারমাঙ্গ, কিছু বুকের তন্ত্রীতে তোলে ঝড়, করে তোলপাড়! কিছু শব্দ তার নয়, অন্যেরও নয়, কিছু শব্দ কালের স্রোতে ভাসে, কিছু পথভ্রাণ্ত হয়। মানুষের বাণী পবিত্র কোন গ্রন্থের নয় মানুষে কথা, বাণীও বলা যায়, আমার কাছে বেশি মূল্যবান মনে হয়, কেননা মানুষের সব কথা সব গ্রন্থেই গ্রন্থিত হয়ে রয়। বিবেক সে-ই যে ঘুমালো, আর ভাঙ্গাবার নয়, মেরুদণ্ডের দু’শ ছয় খানা হাড়, অকারণ ঘুমে পেল ক্ষয়। জিজ্ঞাসা প্রভু কতোটা উর্ধ্বে আছো, এ হাত ততোটা লম্বিত নয়, যে হাত তোমাকে ছুঁয়ে, ছুঁয়ে দেবে বিস্ময়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।