এল নন্দের নন্দন নব ঘনশ্যাম, তার মুখখানি দেখে মনে জাগে প্রেম...... সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীটা বড়ই সুন্দর করে বানিয়েছেন। যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কতদিন এই পৃথিবীতে থাকতে চাও? তখন সবার উত্তর হবে, যতদিন পৃথিবী ধ্বংস না হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের কারো এই পৃথিবীতে বেশিদিন থাকার সুযোগ নেই। তাহলে কার জন্য এত সংগ্রাম এত যুদ্ধ? কিসের আশায় কিসের নেশায় আমরা দিনকে দিন বলতেছি না রাতকে রাত বলতেছি না।আমরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে কাকে দেওয়ার জন্য এত্ত টাকা-পয়সা উপার্জন করতেছি? আর আমাদের জীবনে এমন কি-ই বা করেছি যে পরবর্তি প্রজন্ম আমাদের মনে রাখতে পারবে। অনেক সময় মনে হয়এই জীবনে কাজের কাজ তো কিছুই করিনি।যার জন্য এত্ত কিছু করতেছি সেই কি আমার অন্তিম সময়ে সঙ্গী হবে? উত্তর আসবে "না" । সুতরাং একবার ভেবে দেখুন আপনি কোন পথে এগুচ্ছেন। তাই আসুন আমরা সবাই মিলে এমন একটা আদর্শ জীবন গড়ি-যে মানুষের উপকারে আসে এই রকম কিছু করতে না পারলেও অন্তত ক্ষতি যাতে কারো না করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।