আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাংকসহ বহুজাতিক সংস্থার সংস্কার চাইলেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্ক, ২৮ সেপ্টেম্বর: বিশ্বব্যাংক, আইএমএফসহ আন্তর্জাতিক বহুজাতিক সংস্থার সংস্কারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোরে) জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই সংস্কারের কথা বলেন। ভাষণে তিনি জাতিসংঘের সংস্কারের কথাও বলেন। তিনি বলেন, “সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এ নীতিতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ” শেখ হাসিনা বলেন, “আমি জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতিসংঘ, ব্রেটন উডস্ ইনস্টিটিউশনস্ ও অন্যান্য বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের বিষয়ে পুনরায় গুরুত্ব আরোপ করছি।

” সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “এসব প্রতিষ্ঠানের কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ৬০ বছরের পুরোনো ক্ষমতার সমীকরণের প্রতিফলন। ” ফিলিস্তিনের জনগণের ওপর নির্যাতন-অত্যাচার এবং অবিচারকে মানবতার ইতিহাসে লজ্জাজনক অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি ফিলিস্তিনসহ বিশ্বের অন্যান্য স্থানে হতাশা এবং সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “সুবিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্যালেস্টাইনসহ অন্যান্য স্থানে এ সব সমস্যার সমাধান জরুরি। শেখ হাসিনা তার ভাষণ দেয়ার সময় জাতিসংঘের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ এবং বিএনপি নেতাকর্মীরা সরকারবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেন। গত চার দশক ধরে দেশের জনগণের কল্যাণেই তার রাজনীতি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “পার্বত্য চট্টগ্রাম সমস্যা, ভারতের সঙ্গে আন্তঃনদী সংযোগসহ বিভিন্ন সমস্যার সমাধান করেছি।

” প্রধানমন্ত্রী তার সরকার সুবিচার, সুশাসন সমানবাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার চর্চা অব্যাহত রেখেছেন বলেও উল্লেখ করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।