আমাদের কথা খুঁজে নিন

   

চলো অভিসারে নামি…..

চলো অভিসারে নামি….. চলো জীবনের দুখ্যগুলো মুছে ফেলে…. করি সুখ উৎযাপন……………। চলো পাড়া মহল্লা আর… অলিতে গলিতে ছড়িয়ে দেই…. ভালোবাসার…. উষ্ণ চুম্বন…………….। চলো আনন্দে মেতে উঠি…. যেমন নাচে….স্বপ্তর্ষী মন্ডল….. দেহের গৃহ কোন…………………….। চলো একটু থামি………… ঘড়ির কাটা তিন’টেতে ছুঁই ছুঁই করে…. রাজপথটাকে লাগছে নিজের মতন…… চলো বদলে ফেলি যতো মোহ চারণ…… নষ্ট অতীত…. সাজাই সময় তোরণ………….। চলো মুহুর্তটাকে শুধু আপন করি… আকাশে বাতাসে সব স্বপ্ন আকরে ধরি….. অপূর্ণতাকে ছুড়ে ফেলে….ফেরি করি মন…….। চলো অভিসারে নামি….. অশান্ত মূল্যবোধের মৌলিক কিছু অধিকারে…… করি সুক্ষ্য লক্ষ্য চয়ন…………।। চলো অভিসারে নামি….. চলো হতাশার চাদর সরিয়ে জড়িয়ে নেই…. মোহ ভঙ্গের………. তীব্র দহন……………..।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।