আমাদের কথা খুঁজে নিন

   

শিল্প-সাহিত্য-সংস্কৃতির ত্রৈমাসিক পত্রিকা “সন্তরণ” তৃতীয় সংখ্যার জন্য লিখা আহ্বান

আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের শিল্প-সাহিত্য-সংস্কৃতির ত্রৈমাসিক পত্রিকা “সন্তরণ” তৃতীয় সংখ্যার জন্য লিখা আহ্বান মনজুর মোরশেদ তারুণ্য, পরিবর্তন ও নতুনত্বের শ্লোগান নিয়ে চট্টগ্রাম থেকে মনজুর মোরশেদ সম্পাদিত “সন্তরণ” এর দুটি সংখ্যা এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সব কটি পত্রিকায় স্টল থেকে অল্প সময়ে উধাও হওয়া সেটাই প্রমাণ করেছে।

নতুন একটি আন্দোলন হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। ফ্রেমে বাঁধা একাডেমিক সিলেবাসের উপর ধূলি জমিয়ে নতুন কিছু ঘটানোর বিপ্লবাত্মক শপথ নিতে যেনো মরিয়া পাঠক সমাজ। সেই শপথে বলীয়ান হয়ে বিপ্লবকে উস্কে দিতে তৃতীয় সংখ্যার কাজ শুরু হয়েছে... আপনিও লিখা পাঠিয়ে সেই বিপ্লবের সারথি হোন। নিয়ম ও শর্তাবলী * কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, নিবন্ধ, নাটক, অনুবাদ কবিতা বা প্রবন্ধ, সায়েন্স ফিকশন, লেখক সমালোচনা, গ্রন্থ সমালোচনা, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে লিখা দেওয়া যাবে। * লিখা অভ্র বা Sutonny Mj ফন্টে পাঠাতে পারেন।

তবে sutonny mj ফন্টে পাঠালে অনেক ভালো হয়। * পূর্বে প্রকাশিত লিখা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। * অপ্রকাশিত লিখা ফেরত দেওয়া হবে না। * লিখার জন্যে কোন সম্মানী প্রদান করা হয় না। * যাদের লিখা প্রকাশ হবে তাদের সৌজন্য সংখ্যা পাঠানো হবে।

* মনোনীত লিখা জায়গার অভাবে এই সংখ্যায় স্থান না পেলে পরবর্তী সংখ্যাগুলোতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। * লিখা প্রকাশে সম্পাদনা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। * আগের সংখ্যা পেতে চাইলে সম্পাদকের সাথে যোগাযোগ করুন। * লিখা পাঠানোর সময় আপনার সংক্ষিপ্ত জীবনী ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না। * নিচের লিঙ্কে ফেইসবুকে এড হতে পারবেন Click This Link * ফেইসবুকে নিয়মিত আপডেট পাবেন।

যোগাযোগ ও লিখা পাঠানোর ঠিকানা সম্পাদক-মনজুর মোরশেদ ১৯, আইস ফ্যাক্টরি রোড, হামদর্দ ভবন (২য় তলা) চট্টগ্রাম। মেইল- প্রয়োজনে: ০১৮১৫-১৩৫৯৬৮ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।