ধুর কয়েকদিন আগে দুই বন্ধুকে সাথে নিয়ে খুলনা-সুন্দরবন-বাগেরহাট ঘুরে এলাম। যদিও ছোট্ট একটা টুর ছিল, তাও কম কি? নিজের বাড়ি খুলনা হবার কারণে মাঝে মধ্যেই এমন করে দুই-একজনকে নিয়ে যাওয়া হয়। এবার সেই টুরেরই কিছু ছবি।
দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ফেরীর যাত্রীদের বিশ্রাম স্থান
আমার সাথে থাকা দুই বন্ধু (পোট্রেইট ফটোগ্রাফির একটা চেষ্টা বলতে পারেন)
সেই দুই বন্ধুর একজন (পোট্রেইট ফটোগ্রাফির একটা চেষ্টা বলতে পারেন)
নদীর পানিতে আমার ছায়া!
মংলা পোর্টে যাবার পথের পাশের ছবি
মংলা পোর্টে যাবার পথের পাশের ছবি
পশুর নদীতে পালতোলা নৌকা
আমার অন্য দুইজন বন্ধু
দুবলার চরে পৌছেই এই গাছটা দেখে মনে হল কোন একটা সী-বীচে আছি
বানের বাদঁরামী যে কাকে বলে তা এই বানরটি আমাদের বুঝিয়েছে। সে আমাদের একজনের হাত থেকে 7UP কেড়ে নিয়ে খুব সুন্দর করে পুরা ১লিটার সেঁটে দিয়েছে
সুন্দরবনের মধ্যে ঘুরে আসবার জন্য কাঠেঁর ব্রিজ
সুন্দরবনের মধ্যে মৃতপ্রায় একটি গাছ
সুন্দরবনের মধ্যের একটি গাছ
কাঠেঁর ব্রিজ পেরিয়ে আরও গভীরে যাবার জন্য রাস্তা
শিকারের খোঁজে শিকারী
একটি গাছের উপরে অন্য একটি গাছের জন্ম
পশুর নদীর পাশে ছোট্ট কাশঁবন
একটি অসুস্থ বানর, যা চিকিৎসা চলছে সরকারী প্রতিষ্ঠানে।
তবে বাদঁরামী একটুও কমে নি
মেঘের ফাঁকে সূর্য
সুন্দরবন থেকে বের হয়েই ছোট্ট একটা বসতি
মংলা পোর্টের পথে আমাদের গাড়ী
খান জাহান আলীর মাজারের মিনার
পোকায় খাওয়া, কিন্তু সতেজ একটি পাতা
মাজারের সামনের খেলার দোকান থেকে তোলা
মাজারের পাশে গড়ে ওঠা অন্য একটি মাজারের মিনার
ষাট গম্বুজ মসজিদের ভিতরের ছবি
ষাট গম্বুজ মসজিদের ভিতরের ছবি
দীঘির জলে বালকের ঝাপঁ, মূল ফোকাস তার প্রতিচ্ছবি
ষাট গম্বুজ মসজিদ
দীঘির পাড়ের একটি গাছ
ষাট গম্বুজ মসজিদ
একটি ফড়িং
মসজিদের একাংশ
অন্ধকারের মাঝে আলোর দেখা
পদ্মা নদীতে মাঝির নৌকা বেয়ে চলা
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর... [বিজ্ঞাপন]
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net//blog/shafiulalamchowdhuryblog/29683815 , please visit the link and rate it if you like. :-) নিজেকেও একটি কপি পাঠান
৩৪টি মন্তব্য ১-৩৪ ১. ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০০ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনেক সুন্দর!! ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০২ লেখক বলেছেন: দুই বলে দুই ছয়! গতকালকে ছবি দিছিলাম, আপনে সুন্দর বলছেন, আজকেও বললেন।
ধন্যবাদ। ২. ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪২ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: সত্যিই তো অনেক সুন্দর। ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৯ লেখক বলেছেন: ধন্যবাদ! ৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৬ জেমস বন্ড বলেছেন:
ভাই ফটু কি দিয়ে তুলেছেন আই মিন ক্যামেরার কনফিগটা যদি বলেন ?
আর আপনার সাইন টা ফটুতে কিভাবে দিয়েছেন যদি শেয়ার করেন ।
প্লাস + এ ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪০ লেখক বলেছেন: নিকন ডি ৩১০০ ক্যামেরা।
আর লোগোটা একটা পিএসডি ফাইল, ফটোশপে ছবিগুলি ওপেন করে লোগোটা টেনে ছেড়ে দিয়েছি।
ধন্যবাদ। ৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৩ হাসান৭৭৭ বলেছেন: ki cam use koren? config ta ektu bolen plzz.
nice pic. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪০ লেখক বলেছেন: নিকন ডি ৩১০০
ধন্যবাদ। ৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৫ রঙ তুলি ক্যানভাস বলেছেন: অনেক সুন্দর!!
তবে কয়েকটা ছবি একটু বেশি এডিটেড মনে হচ্ছে। ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪২ লেখক বলেছেন: ধন্যবাদ।
ছবিগুলির পরিবর্তন খুব বেশি করিছি এমন না। প্রায় সব ছবির শুধুমাত্র বর্ডারটা একটু ডার্ক করা হয়েছে, আর কয়েকটার কন্ট্রাস্ট এবং ভাইব্রেন্স বাড়ান হয়েছে।
যাই হোক, ধন্যবাদ। আগামীতে আরও কম এডিট করে দিব ইনশাআল্লাহ।
নতুন ফটোগ্রাফারতো.... ৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৮ িনহাজ রিমন বলেছেন: জটিল হাতের কাজ।
প্লাস ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৩ লেখক বলেছেন: ধন্যবাদ। ৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৪ কুমার বিশ্বজিৎ বলেছেন: অনেকদিন এমন একটা tour দেয়া হয় না।
একটা কথা না বলে পারছি না, এত aggressive editing এর দরকার ছিল না। আমি নিশ্চিত আপনার রঙের ডিব্বা সব শেষ !!!
লোগো তা dominating. আরও simple করতে পারেন। আপনি নিশ্চয় চান না, চোখ ছবির বিসয়বস্তু বাদ দিয়ে লোগো দেখুক।
ব্যক্তিগত মতামত। Take it positively.
আরও ভাল ছবি দেখার প্রত্যাশায় থাকলাম। ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৭ লেখক বলেছেন: আমার আবার মাসে একখান টুর দিতে না পারলে গায়ে জ্বর চলে আসে।
আর আমি যেই এডিটটুকু করেছি তাকে এগ্রেসিভ বললে খারাপ লাগবে, কারনটা ৫নং কমেন্টের উত্তরে ব্যাখ্যা করেছি।
আর লোগোটা খুব একটা সিম্পিল পাই নাই।
যাই হোক, এর পর থেকে ছোট করে নিব, আশাকরি তাতে খুব বেশি ডোমিনেটিং হবে না।
আর পজেটিভলি নিব না কে? মাত্র একখান ক্যামেরা হাতে পাইছি, শিখতে হলে আপনাদের মত মানুষ কমেন্ট না করলে আমরা শিখতে পারব না।
অনেক অনেক ধন্যবাদ। ৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৩ সাাজ্জাাদ বলেছেন: ঠিক একই রকম ট্যুর আমিও দিয়ে ছিলাম। আপনার ক্যামেরাই ছবিগুলো আবার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল।
ধন্যবাদ। ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৩ লেখক বলেছেন: ৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৬ ফিরোজ-২ বলেছেন: অনেক সুন্দর!! ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪১ লেখক বলেছেন: ধন্যবাদ। ১০. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৩ নতুন বলেছেন: চমৎকার...
২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৮ লেখক বলেছেন: ধন্যবাদ। ১১. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৫ রঙ তুলি ক্যানভাস বলেছেন: যদি কিছু মনে না করেন ভাইয়া একটা নিজস্ব অভিমত দেই,এডিটিং কম বেশি সবাই হয়ত করে,আমার কাছে মনে হয় এডিট করার পরও যেটাকে ন্যাচারাল মনে হয় সেটাই এডিটিংয়ের সার্থকতা।
আমি ক্যামেরার কিছু বুঝিনা মানে ফটোগ্রাফির কিছু বুঝিনা,যদি সেরকম এডিটিং না করে থাকেন তাহলে মনে হচ্ছে ক্যামেরার সেটিংসে হয়ত চেঞ্জ আনা যেতে পারে,কারণ ন্যাচারাল ছবিকে যদি এডিটিং মনে হয় কেমন না?!
৫,৬,৭,৮ ছবিগুলোতে আকাশের নীল এত বেশি ডার্ক যে আমার কাছে ন্যাচারাল লাগছেনা।
আবারও বলি আমি ফটোগ্রাফির কিছুই বুঝিনা,কিন্তু ছবি দেখতে অনেক ভাল লাগে,তাই জাস্ট দেখে আমার কাছে যেটা মনে হয়েছে বললাম,আশা করি কিছু মনে করবেন না।
আপনার ফটোগ্রাফি অনেক ভাল লেগেছে বলেই নিজের এতগুলো কথা জানালাম।
শুভকামনা ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫০ লেখক বলেছেন: ধন্যবাদ। কথাগুলি মাথায় থাকবে। ১২. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৪ সাদা মনের মানুষ বলেছেন: অসম্ভব সুন্দর ফটোগ্রাফি ++++ ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫১ লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
১৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬ িনদাল বলেছেন: shundor hoyeche chobigulo, editing ar baparta to sobai bolei dilo. Chobigulo post a add kivabe korechen seta kindly bolben ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৬ লেখক বলেছেন: ছবি এড করার জন্য আমি যেইটা করি তা হল, ফেসবুকে/ফ্লিকারে আপলোড করি। তারপর ছবিগুলির লিংক কপি করি। এর পর [img | **** ] কোডটা নিয়ে কাজ করি। **** দেওয়া জায়গায় আমি ছবির লিংক পেষ্ট করে দেই। আর img এবং | এর পরের স্পেসগুলি উঠিয়ে দেই।
তাতেই কাজ হয়।
আশাকরি বুঝতে পেরেছেন।
১৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৬ দুঃখ বিলাসি বলেছেন: অনেক সুন্দর হয়েছে কিন্তু এডিটিং বেশী হয়ে গেছে। ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৮ লেখক বলেছেন: ধন্যবাদ।
সবারই তাই মনে হচ্ছে।
কিন্তু আসল ছবি গুলি যদি আপলোড করতাম, তাহলেও সবার মনে হত, "হুম, এডিটিং সুন্দর হইছে"।
বিষয় হল ছবিগুলি তোলার সময়ই সেটিংসের একটু তারতম্য ঘটিয়ে ডিফরেন্ট কিছু করার চেষ্টা করেছি, আর পরে ছবিগুলিতে সামান্যই এডিটিং করা হয়েছে।
যাই হোক, এরপর থেকে সরাসরি ছবিই মেরে দিব। ১৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩০ চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার! সুন্দর ! খুব ভালো লাগলো ছবিগুলো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
+++ ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৮ লেখক বলেছেন: ধন্যবাদ। ১৬. ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:২২ ৈহমনতী বলেছেন: এখন তো আমিই এডিট করতে ভয় পাচ্ছি
আপনার ছবি নিয়ে সবাই সব বলে দিয়েছে।
আমি শুধু বলব ভালো লাগা ছুঁয়েছে। আর ও ভালো লাগার অপেক্ষায় থাকলাম। ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৪ লেখক বলেছেন: আপু, যে যাই বলুক, টুক টাক এডিট সব কিছুতেই থাকবে।
পৃথিবীর সব থেকে বেশি দেখা ছবি হচ্ছে ইউন্ডোজ এক্সপি এর ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ব্লিস ছবিটি। সেটিও কিন্তু এডিট করা। আগে মানুষ এডিট করত ডার্ক রুমে, আর এখন এডিট করে লাইটরুমে। সুতরাং এত কিছু কেয়ার করলে চলে না!
আপনি যদি নিজে কিছুতে শান্তি পান, তাহলে সেটাই বড় বিষয়।
আর আশাকরি আরও ছবি আপনাদের সামনে নিয়ে আসব।
ধন্যবাদ! ১৭. ০৫ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৩৩ ভয়ংকর বোকা বলেছেন: সুন্দর হইসে। ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৮ লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য লিখতে লগইন করুন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।