পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ও ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি'র প্রধান বিলাওয়াল ভুট্টোর মধ্যে সম্পর্ক বিষয়ক খবর দেশটির সাইবার জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের ইংরেজি ম্যাগাজিন দ্য উইকলি ব্লিতসে প্রথম এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। বিলওয়ালের বয়স ২৪ হলেও হিনা রব্বানি খার তার চেয়ে বয়সে ১১ বছরের বড়। হিনার স্বামী ফিরোজ গুলজার প্রভাবশালী ও ধনকুবের ব্যবসায়ী এবং তাদের সংসারে অনন্যা ও দিনা নামের দুটি কন্যাসন্তান রয়েছে।
ব্লিতসের খবর দাবি করা হয়েছে, গুলজারকে তালাক দেয়ার কথা ভাবছেন হিনা এবং বিলাওয়াল তাকে নিয়ে সুইজারল্যান্ডে ঘর বাঁধার পরিকল্পনা করছেন।
পশ্চিমা গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর ছাপা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশি সাপ্তাহিক দ্য উইকলি ব্লিতস। অবশ্য পশ্চিমা গোপন গোয়েন্দা প্রতিবেদন কীভাবে সাপ্তাহিকটি হাতের এসেছে সে সম্পর্কে বিশ্বাসযোগ্য কোনো বক্তব্য খবরে ছিল না।
তবে খবরটিতে দাবি করা হয়েছে, জারদারি এক্ষেত্রে কঠোর ভূমিকা গ্রহণ করেছেন এবং তিনি মনে করেন,এ ধরণের সম্পর্ক নিয়ে এগিয়ে গেলে ছেলে বিলওয়ালের রাজনৈতিক ভবিষ্যতেরই কেবল ইতি ঘটবে না সেইসঙ্গে তা ক্ষমতাসীন পিপিপি'র জন্য বিপর্যয় ডেকে আনবে।
এদিকে, বাংলাদেশি সাপ্তাহিকে এ খবর প্রকাশিত হওয়ার পর ফিরোজ গুলজার তার স্ত্রী হিনার ফোন কলের বিস্তারিত বিবরণ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে একটি আবেদন জানিয়েছেন। এমন এক খবর পাকিস্তান থেকে পাওয়া গেছে।
তবে এ খবরটিও কতোটা নির্ভরযোগ্য তা জানা যায়নি
এ ছাড়া, পাকিস্তানে প্রধান প্রধান দৈনিক বা সংবাদ মাধ্যমে বিলওয়াল-হিনার কথিত সম্পর্কের বিষয়ে কোনো খবর এখন পর্যন্ত প্রকাশিত হয়নি । ফলে পুরো খবরটি একটি বিশেষ মহলের উদ্দেশ্যমূলক ও সুপরিকল্পিত রটনা ও গুজব বলে অনেকেই মনে করছেন। #
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।