আমাদের কথা খুঁজে নিন

   

""৪৮ ঘণ্টা"" vs ""১০ অক্টোবর""

আজ সকালে খুব ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠলাম। ভাবলাম সকালটা তো খুবই চমৎকার, একটু তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ে যাবো। যানজটে পড়তে হবে না ভেবে আরও ভালো লাগলো। তো বাসা থেকে বের হওয়ার আগে দৈনিকটা একটু দেখে যাই। কিন্তু একি, টাইম মেশিন আসলো কোথা থেকে? আমি যে আবার আগের (৮ মাস পূর্বের) সময়টাই অবস্থান করছি।

কেন এমন হল? আমি তো এরকম কিছু কল্পনাও করি নি। ভুলেই তো গেলাম, ওই সময়টায় কি ঘটেছিলো। সেটা কি দুঃস্বপ্ন না সুস্বপ্ন ছিল তাও তো মনে নেই। তবে আমি কি বেঁছে নেই? অবশ্য সব দিক চিন্তা করে একটা পয়েন্টে এসে স্থির হলাম। ""৪৮ ঘণ্টা""।

""৪৮ ঘণ্টা""। ""৪৮ ঘণ্টা""। হুম, মনে পড়েছে। একটা হত্যাকান্ডে দুই দুটো প্রাণ ঝরে পড়েছিলো। সাগর আর রূনি।

আমরা তাদেরকে বাঁচাতে পারি নি। তাই বলে কি তাদের হত্যাকারীদের প্রকাশ্যে রাস্তায় চলতে দেবো? আমরা অনেক কিছুই পারি, কিন্তু পারছি না। কেন পারছি না তা উপরের মহলরাই (মিডিয়া মোগল) ভালো জানেন [মন্ত্রী'র কথা]। যাক, বাস্তবে ফিরে আসি। ""৪৮ ঘণ্টা""।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী'র অতি প্রিয় দুটা শব্দ। উনি পারেন নি এই ৪৮ ঘণ্টা'র ব্যাখ্যা দিতে। ৪৮ ঘণ্টা = কত দিন না কত মাস। অবশেষে উনি মন্ত্রনালয় পরিবর্তন করেছেন। নতুন মন্ত্রী'র আগমন ঘটেছে, অনেক আশ্বাস ও পাচ্ছি।

খুনি নাকি ১০ অক্টোবরের মধ্যে ধরা পড়বে। রহস্য উন্মোচিত হইলে আমরাও খুশি হই। কিন্তু উনি কি সাবেক সাহারা মন্ত্রী'র পদাঙ্ক অনুসরণ করার মত কিছু করতে যাচ্ছেন না তো! শাক দিয়ে পচা মাছ ঢাকার মত! !!! দয়া করে আর জনগনের জীবন নিয়ে ফুটবল খেলবেন না। সামনে নির্বাচন, জনগন কিন্তু ছড়ি খেলা ভালো জানে। টুক করে মারবে তো বুড়িগঙ্গা।

বিশ্বাস করার মত কিছু করে দেখান। আপনাকে জনগন অন্তত সাহারা বানু বলবে না। গ্যারান্টি ১০০%। এখন আমি বাস্তবে ফিরে আসলাম, কেননা হঠাৎ করে ব্রেক করায় সামনের সিটের একটু আঘাত মস্তিষ্কে একটু ব্যাঘাত ঘটিয়ে দিল। .।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।