আমাদের কথা খুঁজে নিন

   

হাত বাড়িয়ে দাও

"জল যে পথে যায় রক্ত সে পথে যায় না, কেননা রক্ত জলের চাইতে গাঢ় এবং ঘন।" [আহমদ ছফা] আমি এই বয়সেই মৃত্যুসংবাদে অভ্যস্ত হয়ে গেছি, এতটাই যে কারো বেঁচে থাকার সুখের কথা কানে আসলে আমার খুব মন খারাপ হয়, " এখনো মরে না ক্যান?"- প্রশ্নটা করতে করতেও ভদ্রতার খাতিরে মুখ বন্ধ করে ফেলি, জন্মের সংবাদ আমি সহ্যই করতে পারি না, মনে হয় মৃত্যুই কঠোর বাস্তবতা আর জীবন একটি অনাকাঙ্খিত ঘটনা... আমি পানির বোতলের দিকে তাকিয়ে থাকি ব্যাপক বিতৃষ্ণা নিয়ে, কারণ পানির অপর নাম নাকি জীবন... আমি তোমার হাতের দিকে তীব্র তৃষ্ণা নিয়ে তাকিয়ে থাকি, কারণ তসলিমা নাসরিন লিখেছিলেন হাত ধরলেই মরণ... আমি অন্তত একবার মরতে চাই, জাস্ট একবার, হাত বাড়িয়ে দাও...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।