আমাদের কথা খুঁজে নিন

   

যার কারনে ফাকিস্তানের পিপিপি আজ ভাঙ্গনের দোড়গোড়ায়!!!!!!!!!!!! হুমকির মুখে প্রেসিডেন্ট জারদারি

পুছতেহে ও কি 'গালিব' কৌন হ্যায়, কোই বাৎলাও কি হাম বাৎলায়ে কেয়া। সারা ওয়ার্ল্ডে যাকে বলা হয় গ্লামারগার্ল ফরেন মিনিষ্টার। যার গ্লামারের আগুনে পুড়ছে পাক-ভারতের কোটি কোটি যুবকের হৃদয়। শের শায়েরী, কবিতা লেখা হচ্ছে অহরহ। আন্দাজ হে উসমে গীতসা, আওয়াজহে উসকি গজল য্যায়ছি, যো দেখে উসে বো খো যায়ে, যো মিলে বো শায়ের হো যায়ে।

ফেজবুকে যার অসংখ্য ফ্যান পেইজ, লক্ষ লক্ষ ফ্যান। যার দিকে সাংবাদিকের ক্যামেরা সর্বক্ষন তাক করা থাকে। মাঝে মাঝে আমেরিকাকে হুমকি ধামকি দিয়ে বিশ্ব মিডিয়ায় আলোচনার শীর্ষে চলে আসেন। মাত্র ৩৪ বছর বয়সে গত ২০ জুলাই, ২০১১ পাকিস্তানের প্রথম এবং সবকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছেন। যিনি নিজেই আজ আবার খবরের শিরোনাম।

২৮ শে জুলাই, ২০১১ সালে আমার পোষ্টে ব্লগার প্রিংবদার কমেন্টের জাবাবে আমি আশংকা করেছিলাম "কিন্তু ভয় হয় উনাকে নিয়ে আবার পাক-ভারত নতুন কোন যুদ্ধে না জড়িয়ে পড়ে। " সেই যুদ্ধ আজ ঠিকই বাধলো। ফাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সংসার আজ হুমকির মুখে। ফাকিস্তানের পিপিপি আজ ভাঙ্গনের দোড়গোড়ায়!! দুই কন্যা অনন্যা ও দিনা কে রেখে কোটিপতি ব্যবসায়ী স্বামী ফিরোজ গুলজারকে তালাক দেওয়ারও চিন্তা করছেন ফরেন মিনিষ্টার হিনা রব্বানি খর। স্বপ্নে যা ভাবতাম তা হলো না কিছুই আর তাই হলো যা স্বপ্নেও ভাবি নাই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।