আমাদের কথা খুঁজে নিন

   

যারা অংক ভয় পান তাদের জন্য মজার মজার অংক

এখনো জানতে চেষ্টা করছি। গতকয়েকদিন যাবত সামুর অনেকেই এক এক রকম অংক মিলাতে ঘাম ছুটিয়ে ফেলছেন। অনেক হেভিওয়েট ব্লগার জেনারেল পদবি পেয়ে হিসাব মিলাচ্ছেনঃ সামুতে এত সময় দিয়ে কি আমি পেলাম!? নাস্তিক, পাড় আস্তিক আর ছাগুরা অংক মিলাচ্ছে তাদের কি লাভ হল। মডুরা অংক মিলাচ্ছেন কি থেকে কিভাবে কি হল। তবে যে যাই বলুক না কেন অংক একটা ভয়ের বিষয় অনেকের কাছেই।

কিন্তু যদি অংকের প্রশ্ন যদি এরকম করা যায় তাহলে হয়তো আকর্ষণীয় হবে অনেকের কাছে.............. ১) Avenger সিনেমা। থর একবার রেগে গিয়ে আয়রনম্যানের দিকে তার হাতুড়ি ছুঁড়ে মেরেছে। হাতুড়ির বেগ যদি ৮০কিমি./সে. হয় তাহলে হাতুড়ি কত শক্তিতে আঘাত হানবে আয়রনম্যানকে? (হাতুড়ির ভর ৬০ কেজি) আয়রনম্যান আর হাতুড়ি যদি একসাথে হাল্ককে ধাক্কা দেয়; তাহলে ভরবেগের পরিবর্তন হিসেব করো। (আয়রনম্যানের ভর ১৮০ কেজি আর হাল্কের ভর ৩০০ কেজি) ২) সানি লিওন একটা ফটোশুট করতে নেয় প্রতি ঘণ্টা ১০০০ টাকা আর ভিডিও (;-) ) করতে নেয় প্রতি ঘণ্টা ৫০০০ টাকা। সে একদিন কাজ করে উপার্জন করলো ১৮০০০ টাকা।

সে যদি ৩ ঘণ্টা ফটোশুট করে তাহলে সে কতক্ষণ ভিডিও এর কাজ করেছে বের করো। ৩) ইভা রহমান যখন আধুনিক গান গায় তখন শব্দ দূষণ হয় ১২০ ডেসিবেল, নজরুল গীতি গেলে ১৪০ ডেসিবেল আর গজল গেলে ২০০ ডেসিবেল। সে একটা এ্যালবাম বের করলো যাতে ৩টি করে গজল আর নজরুল গীতি আর ৪টি আধুনিক গান। সর্বমোট কত শব্দ দূষণ হবে হিসাব করো। ৪) How I Met Ur Mother এর সিজন-৩ এর ফাইল সাইজ ৩.২ জিবি।

আসিফ দেড়দিনে পুরো সিজন ডাউনলোড করলে আসিফের ইন্টারনেটের এভারেজ ডাউনলোড স্পীড বের করো। (ধরে নাও, সে এই সময়ে আর অন্যকিছু ডাউনলোড করে নি) ৫) শাকিব খান একবারে ৬০ কেজি ওজন তুলতে পারে। সে একটা ট্যাবলেট খায় যেটা একটা খেলে সে আরও ৮ কেজি অজন বেশি তুলতে পারবে। তাকে যদি অপু বিশ্বাসকে তুলতে হয় তাহলে তাকে কয়টি ট্যাবলেট খেতে হবে? অপু বিশ্বাসের ওজন ১২২ কেজি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।