বাঙলা কবিতা যুদ্ধ যখন নামলো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, ধর্মসভা আনন্দিত; নির্ভার, ফুরফুরে! শান্তি বুঝি আসন্ন এই সোনার মহাদেশে__ যেই ভাবলাম, অম্নি গণতন্ত্র বিকট হেসে বুঝিয়ে দিলো, পুতুলনাচের সুতাটি কোন হাতে; দিনের মুক্তিকামী যখন নীরব মধ্যরাতে অদৃশ্য ওই হাতের ছায়ায় রাখছে নিজের মাথা আমরা তখন বিশ্বজোড়া মুসলমানের ভ্রাতা ভাবছি আরব-বসন্ত; ওই শান্তি এলো নেমে! একই ধাঁধা নামলো, যখন আমি তোমার প্রেমে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।