আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ি-বাঙালি সংঘাতে ইন্ধনদাতা কারা খুঁজে বের করা জরুরি

কোন পথে এগুচ্ছে দেশ ঘটনা অতি তুচ্ছ, কিন্তু তাকে পাহাড়ি বাঙ্গালী সংঘাতের রুপ দিতে অভিজ্ঞ একটি সুযোগ সন্ধানী গোষ্টি তৎপর। ইতি পূর্বে যতটি সংঘাত ঘটেছে বা ঘটানোর চেষ্টা করা হয়েছে তার প্রায় সব কটিই ঘটানো হয়েছে তুচ্ছ কোন ঘটনা বা গুজব ছড়িয়ে। রাংগামাটির ঘটনাটি তার পুনরাবৃত্তি মাত্র। দুজন ছাত্রের হাতাহাতি কথাকাটাকাটির রেশ ধরেই চারিদিকে দ্রুত গুজব ছড়ানো হয়েছে যার ফলে সংঘাত/উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য এলাকার সর্বত্র। যা ঘটেছে ছড়ানো হয়েছে অনেক গুন বাড়িয়ে।

এমন কিছু ঘটনা ঘটেছে যার সাখে এর কোন সংশ্লিষ্টতা খুজে পাওয়া যায়না। একথা সত্যি যে পার্বত্য জেলায় বসবাসকারি বেশি ভাগ জনগণই শান্তি চায়। মাত্র গুটিকতক লোক নিজেদের সার্থসিদ্ধির জন্য এজনপদকে অশান্ত করতে চায়। ইতিপূর্বেও এ এলাকার জনগণ যে শান্তি পক্ষে তার অনেক প্রমাণ রেখেছে। এবারও স্বর্থানেষী মহলের ষড়যন্ত্রের কাছে এ এলাকার জনগণ মাথা নত করবেনা।

এটাই আশা করে এলাকার শান্তিকামী সাধারণ জনগোষ্ঠি। প্রতিটি সংঘাত সৃষ্টি করে কোন্ ব্যক্তি গোষ্টি কীভাবে লাভবান হচ্ছে তার অনুসন্ধান করা জরুরী। কারা কীভাবে নিজেদের দায়িত্ব এড়িয়ে বা উস্কানী দিয়ে সাধারণ জনগণকে বলির পাঁঠা বানিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে তা জানা জরুরী। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হলে কার স্বার্থে বিঘ্ন ঘটে, তা খুজে বের করতে হবে। তবেই এ জনপদে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।

না হলে যতই চেষ্টা করা হোক না কেন শান্তি চুক্তি বাস্তবায়ন বার বার বাধা গ্রস্থ হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।