জল ভাঙ্গে আয়নায় সমুদ্র স্নানে নদীর জল ভাঙ্গে ভাঙ্গে নদী নিজেও হয়তো ভেঙ্গে যাওয়াতেই সুখ ! জল ভাঙ্গে নদী ভাঙ্গে নদী ভাঙ্গে জল ভাঙ্গে ভাঙ্গেনা অহংকারী সমুদ্র গভীর মনোযোগে ঢেউ গোনে আর আকাশের সাথে করে কুশল বিনিময় পরিশ্রান্ত নদী অবসাদে নুয়ে পড়ে সমুদ্রে আমি ঠিক এক তরুণী নদীর মতন কাছে এলেই জলের মতো ভেঙ্গে যাই তুমি কী সমুদ্র নও ? খুব অবাক করে ভাঙ্গতে থাকো আমারও সাথে আমি আর তুমি ভেঙ্গে ভেঙ্গে 'আমরা আমরা থেকে আয়না! জলের প্রতিবিম্ব! মিলেমিশে একাকার আমি তুমি নদী আর সমুদ্র জল ভাঙ্গে ,আমি ভাঙ্গি ,জল ভাঙ্গে , তুমি ভাঙ্গ ক্রমাগত আমাদের সঙ্গী নতুন নদী নিয়ত নতুন মোড়েকে ভাঙ্গতে থাকি আমরা নদীর মতো জলের মতো আমাদের আয়নায় ! ২৪০৯১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।