আমাদের কথা খুঁজে নিন

   

যা আমেরিকা যাইয়া বোমা মার, তাও বাংলাদেশে হরতাল দিস না

অপেক্ষায় রহিমের বাড়ীতে পানির পাম্প নাই। টিউবওয়েল চাপিয়া রহিমের বউ পানি উঠায়। তারপরে সেই পানি দিয়া রান্না করে। এদিকে করিমের বাড়ীতে পাম্প আছে। করিমের বউ আরামে রান্না করে।

রহিমের বউয়ের এটা সহ্য হয় না। তাই রহিমের বউ করিমের বউকে বলিল, ভাবী তুমি পাম্প সরাইয়া টিউবওয়েল বসাইয়া আমার মত কষ্ট করে পানি উঠাইয়া রান্না কর। করিমের বউ তাহা শুনিল না। রহিমের বউ এইজন্য দায়ী করল শেখ হাসিনাকে। হাসিনা কেন করিমের বাড়ীর পাম্প সরাইয়া টিউবয়েল বসায় নাই এর প্রতিবাদে রহিমের বউ বাড়ীতে হরতাল ডাকিয়াছে।

এখন থেকে বাড়ীর ভাত রান্না বন্ধ। যতদিন হাসিনা পদত্যাগ না করিবে ততদিন রহিমের বউ ভাত রাধিবে না। তাই রহিমের পরিবার এখন অভুক্ত আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।