আমাদের কথা খুঁজে নিন

   

::: যাচ্ছি আমি, যাচ্ছি চলে :::

স্বপ্নের ভিতরে সমুদ্রে নত মেঘে সওয়ার হয়েছি... নগরী এখনও জেগে উঠেনি ব্যস্ত মানুষ ঘুমে বিভোর আর আমি??? তন্ময় হয়ে সূর্যদোয় দেখছি যেমনটা দেখতাম তোকে মজার ব্যাপার কি জানিস তখনকার মত এখনও আমার ঠোটে হাসি ঝুলে আছে শুধু অবাক চাউনি দেয়া মানুষটায় নেই একরাশ শুন্যতা বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছি জানিস আমাদের ছাদটায় না রেলিং নেই তবুও আমি হাঁটছি...... তুই যে ডাকছিস আমায় তোর ডাক আমি কখনও অগ্রাহ্য করেছি, বল? আজকের সূর্যদোয়টা নাহয় একটু বেশিই রাঙা হোক আকশের লালিমা পাতালে নামুক সাদা কালো জীবনের বৃত্ত ভাঙ্গার পথে আজ একটু রঙ লাগুক ।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।